শেষ আপডেট: 2nd June 2020 13:09
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় উমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল আইসিআইসিআই ব্যাঙ্ক। রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ব্যাঙ্কের পক্ষ থেকে তিন কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। আর ক্ষতিগ্রস্ত এলাকায় এক কোটি টাকার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের উমফান ত্রাণ তহবিলের ব্যাঙ্কের পক্ষ থেকে তিন কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। আর সুপারসাইক্লোনে ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিলি করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া-হুগলি এইসব জেলায় দুর্গতদের হাতে চাল-ডাল-তেল-নুন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নবান্নের রাজ্য সচিবালয়ে আইসিআইসিআই ব্যাঙ্কের উর্ধ্বতন কর্তৃপক্ষ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার হাতে অনুদানের চেক তুলে দেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। এই প্রয়াস প্রসঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্কের জোনাল (পশ্চিমবঙ্গ) রিটেল হেড আকাশ রাঘব বলেছেন সাধারণ মানুষের প্রয়োজনে ব্যাঙ্ক সবসময় তাদের পাশে রয়েছে। এছাড়াও তিনি বলেন, আইসিআইসিআই ব্যাঙ্ক পশ্চিমবঙ্গবাসীর সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাঙ্কের এই মহৎ উদ্যোগগুলির মাধ্যমে এবং রাজ্য সরকারের সঙ্গে সংহতি ও অংশীদারিত্বের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আইসিআইসিআই।