শেষ আপডেট: 27th August 2021 14:02
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩১ অগাস্ট চাকরি জীবন থেকে অবসর নেবেন পূর্ত দফতরের প্রধান সচিব নবীন প্রকাশ। ওই দফতরে নতুন সচিব করা হল ওঙ্কার সিং মিনাকে। শুক্রবার নবান্ন এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওঙ্কার সিং মিনাকে কৃষি দফতরের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে পূর্ত দফতরের৷ এতদিন ওঙ্কার সিং মিনার দায়িত্বে ছিল আবাসন ও কৃষি দফতর। তবে তাঁকে পূর্তর মত বড় দফতরের দায়িত্ব দেওয়ার ফলে, আবাসন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে খলিল আহমেদকে। খলিল আহমেদ এখন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব। তাঁকেই আবাসন দফতরের অতিরিক্ত দায়িত্ব দিল নবান্ন। ফলত নবীন প্রকাশের অবসরের জন্য ওঙ্কার সিং ও খলিল আহমেদ উভয়ের গুরুত্ব বাড়ল। পাশাপাশি, পশ্চিম বর্ধমান জেলা শাসক বিভু গোয়েল ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুরকেও এদিন সরিয়ে দিয়েছে নবান্ন। পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি ক্রাইমের দায়িত্বে। অন্যদিকে বিভু গোয়েলকে পাঠানো হয়েছে কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রজেক্ট ডিরেক্টরে দায়িত্বে। সূত্রের দাবি, পশ্চিম বর্ধমান জেলায় বেআইনি বালি খাদানের বাড়বাড়ন্ত রুখতে না পারার কারণে এই বদলি।