শেষ আপডেট: 9th June 2020 18:00
দ্য ওয়াল ব্যুরো: অবৈধ সম্পর্ক রয়েছে সেই সন্দেহে গলার নলি কেটে দিয়ে স্ত্রীকে খুন করে গ্রেফতার স্বামী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শ্রীমন্ত বাগদি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার সুলতানপুর গ্রামে। খুনের মামলা রুজু হয়েছে ধৃতের বিরুদ্ধে। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। মৃতার পরিবার অভিযুক্ত শ্রীমন্তর কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম কানন বাগদি। তিনি খণ্ডঘোষের গুইড় গ্রামের বাসিন্দা। বছর ১৩ আগে খণ্ডঘোষেরই সুলতানপুর গ্রামের শ্রীমন্ত বাগদির সঙ্গে কাননের বিয়ে হয়। জানা গিয়েছে এই দম্পতি নিঃসন্তান। সোমবার সকালে শ্রীমন্তর বাড়ি থেকে কিছু দূরে একটি জমিতে গলার নলিকাটা অবস্থায় কাননের দেহ উদ্ধার হয়। স্থানীয়রাই প্রথম দেহ দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিশাল পুলিশবাহিনী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই গৃহবধূকে। বর্ধমান হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয় দেহ। মৃতার বাবা পুলিশকে জানিয়েছেন তাঁর জামাই শ্রীমন্ত নানারকম অসৎ কাজকর্ম করত। স্বামীর অপকর্মের প্রতিবাদ করায় শ্বশুরবাড়ির লোকেরা কাননকে পছন্দ করত না। মৃতার বাবার অভিযোগ, জামাই এবং বাড়ির বাকিরা তাঁর মেয়ওর উপর দিনের পর দিন শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত। মৃতার বাবার দাবি শ্রীমন্ত এবং তার পরিবারের লোকেরা মিলেই কাননকে খুন করেছে। জামাই-সহ মোট পাঁচজনের নামে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। কাননের বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে গ্রেফতার করা হয় শ্রীমন্তকে। জেরায় স্ত্রীকে খুনের কথা সে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে জেরা এবং প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে কাননের অবৈধ সম্পর্ক ছিল এই সন্দেহে তাঁকে খুন করে শ্রীমন্ত। অভিযুক্তের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।