আজ খুলছে হাওড়া পুর নিগম, আদালত খুলবে ১০ জুন
দ্য ওয়াল ব্যুরো: আজ সোমবার থেকে খুলছে হাওড়া পুর নিগম। প্রাথমিক ভাবে সত্তর শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে কাজ হবে বলে পুর নিগম থেকে জানানো হয়েছে। যে সব বিভাগের বা কাউন্টারের বাইরে সাধারণ মানুষকে লাইন করে দাঁড়াতে
শেষ আপডেট: 7 June 2020 21:42
দ্য ওয়াল ব্যুরো: আজ সোমবার থেকে খুলছে হাওড়া পুর নিগম। প্রাথমিক ভাবে সত্তর শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে কাজ হবে বলে পুর নিগম থেকে জানানো হয়েছে। যে সব বিভাগের বা কাউন্টারের বাইরে সাধারণ মানুষকে লাইন করে দাঁড়াতে হয় সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রবিবারই মার্কিং করে ফেলা হয়েছে। প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করার ব্যবস্থা করা হয়েছে। করোনাভাইরাসের জন্য লকডাউন শুরু হওয়ায় বন্ধ ছিল হাওড়া পুর নিগম।
[caption id="attachment_227819" align="aligncenter" width="957"]

হাওড়া পুর নিগম খোলার আগে প্রস্তুতি[/caption]
পুর নিগমের সব দফতরে বেশি মানুষ আসার সম্ভাবনা রয়েছে সেই সব দফতর আলাদা ভাবে স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এই সব দফতরে যাঁরা কোনও কাজে আসবেন তাঁদের প্লাস্টিকের বাইরে দাঁড়িয়ে কথা বলতে হবে।
আগামী দশ জুন খুলছে হাওড়া আদালতও। হাওড়ার দেওয়ানি ও ফৌজদারি – দুই আদালতেই কাজ শুরু হবে একই দিনে।
আদালত সূত্রে জানা গেছে সমস্ত রকম স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে কাজ শুরু হবে। আদালতের প্রধান দু’টি গেট খোলা থাকবে। উপযুক্ত পরিচয় পত্র দেখিয়ে তবে ঢোকা যাবে। ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং করা হবে প্রত্যেকের। আইনজীবীদের প্রত্যেককে মাস্ক ও গ্লাভস পরতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে।
লকডাউনের মধ্যে যে সব মামলার তারিখ ছিল আগামী ৩০ জুনের মধ্যে সেই সব মামলার দিন দেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে। তবে জরুরি মামলাকে অগ্রাধিকার দেওয়া হবে। আদালত কক্ষে দু’পক্ষের দু’জনের বেশি আইনজীবী থাকতে পারবেন না। তিনটি বার অ্যাসোসিয়েশন ও ল ক্লার্কস অ্যাসোশিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে। আগে জরুরি মামলাগুলির শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
হাওড়া পুর নিগমের জরুরি পরিষেবা চালু ছিল লকডাউনের মধ্যেও। জঞ্জাল সাফাই ও নিকাশির কাজ হয়েছে নিয়মিত। হরিজন বস্তিতে করোনা সংক্রমণ ধরা পরার পরে বহু সাফাইকর্মী কাজ করতে পারেননি কোয়ারেন্টাইনে থাকায়। তাই কিছুটা সমস্যা হয়েছিল কর্মীদের। এবার পুরসভা অন্য পরিষেবাও ধাপে ধাপে দেওয়া শুরু করবে।