শেষ আপডেট: 26th August 2019 10:42
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের মিড ডে মিলে ডিম, মুরগির মাংস দেওয়া নিয়ে হুগলি, পূর্ব মেদিনীপুরের মতো জেলা যখন নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার যেন আকাশ থেকে পড়লেন! এ দিন পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “এই যে সংবাদমাধ্যমে সব লিখে দিচ্ছে মিড ডে মিলে নাকি সাত দিনে সাত রকম পদ খাওয়ানো হবে? এগুলো কি ঠিক? আমি নিজেই জানি না আর ওরা লিখে দিচ্ছে?”