শেষ আপডেট: 1st June 2020 04:16
কুলটিতে তাঁবুই কোয়ারেন্টাইন সেন্টার দিল্লি থেকে ফেরা শ্রমিকদের
দ্য ওয়াল ব্যুরো: তাঁবু ঠিক বলা যায় না। মাঠের এক দিকে একটা বাঁশের লাঠি থেকে দুপাশে ঝুলে রয়েছে লম্বা প্লাস্টিকের দু’টি অংশ। সেটাই এখন কোয়ারেন্টাইন সেন্টার। বাড়িতে থাকার জায়গা নেই। তাই পশ্চিম বর্ধমানের কুলটি থানার নিয়ামতপুরে দুই যুবক আপাতত থাকছেন এভাবেই। পরিবার সূত্রে জানা গেছে, কামারবাঁধ এলাকার ওই দুই যুবক দিল্লিতে দিন মজুরের কাজ করতেন। শনিবার তাঁরা দিল্লি থেকে আসানসোলে ফেরেন। ফেরার পরে চিকিৎসকরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে দু’জনকেই হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। জায়গার অভাবে ওই দু’জনের কারও বাড়িতেই আলাদা করে থাকার কোনও ব্যবস্থা করা সম্ভব নয়। সেই কারণে গ্রামের মানুষজন নিজেরা উদ্যোগী হয়ে গ্রাম থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় অস্থায়ী ভাবে ছাউনি তৈরি করে তাঁদের থাকার ব্যবস্থা করেছেন। এখন এটাই তাঁদের কোয়ারেন্টাইন সেন্টার। এই দুই শ্রমিকের বাড়ি থেকে খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন গ্রামের লোকেরাও। গ্রামে থাকার সমস্যা হলেও যতটা সম্ভব তাঁদের সহায়তা করা যায় এবং পরিবার দু’টিকে সহায়তা করা যায় সেদিকে নজর রেখেছেন গ্রামবাসীরা। গ্রামের দিকে অবশ্য এমন ‘কোয়ারেন্টাইন সেন্টার’ তৈরি নতুন কিছু নয়। যাঁদের বাড়িতে থাকার আলাদা করে ব্যবস্থা করা সম্ভব নয় তাঁদের জন্য এমন তাঁবু খাটিয়ে ‘কোয়ারেন্টাইন সেন্টার’ বানিয়ে দিচ্ছেন গ্রামের লোকেরাই। তবে সমস্যা হচ্ছে শহরের ক্ষেত্রে। কারণ সেখানে এমন ভাবে তাঁবু খাটানোর জায়গা নেই। সেক্ষেত্রে অনেকে পুলিশের দ্বারস্থ হচ্ছেন। পুলিশ তাঁদের সহায়তা করার চেষ্টা করছে।