শেষ আপডেট: 6th December 2018 07:30
সব ধর্মের মানুষকে সামিল করে হলদিয়ায় সম্প্রীতি মিছিল শুভেন্দুর
দ্য ওয়াল ব্যুরো: চোদ্দর ভোটে নরেন্দ্র মোদী সরকারে আসার পর থেকেই ৬ ডিসেম্বর সারা রাজ্যে সংহতি দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। ১৯৯২ সালের এই দিনেই অযোধ্যার বিতর্কিত সৌধ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে হলদিয়ায় বিরাট সম্প্রীতি মিছিল করল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল। নেতৃত্বে রাজ্যের পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন গোপাল গান্ধী আমায় বাঁচিয়েছিলেন, না হলে ওরা মেরে দিত: মমতা
হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ সামিল হলেন এ দিনের মিছিলে। হলদিয়া ডিগাসিপুর তালপুকুর থেকে ব্রজলাল চক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় পা মেলান প্রায় হাজার দশেক মানুষ।
