শেষ আপডেট: 8th July 2020 09:37
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিদেশি মুদ্রা ভাঙিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চার জনকে গ্রেফতার করল নিউটাউনের ইকোপার্ক থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে নব্বই হাজার টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের বুধবার আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসের ২৯ তারিখে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা সুবীর মণ্ডল ইকোপার্ক থানায় এসে প্রতারণার অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, তাঁর কাছে চার জন লোক এসে বলেছিল, তাদের কাছে কুড়ি ডলারের একটি নোট আছে। আর্থিক কারণে তারা সেটি ভাঙাতে চায়। নোটের যা বিনিময় মূল্য তার পঞ্চাশ শতাংশ পেলেই তারা সেটি দিয়ে দেবে। সেই মতো ওই ডলারের নোটটি তারা সুবীর মণ্ডলকে দিয়ে দেয়। সুবীরও তাদের পাওনা মিটিয়ে দেন। এভাবে তারা বিশ্বাস অর্জন করে। কয়েক দিন পরে তারা ফের এসে যোগাযোগ করে। এবার জানায় তাদের কাছে তেরোশো মার্কিন ডলার আছে। এক লক্ষ টাকা পেলে ওই ডলার তারা দিয়ে দেবে। তেরোশো ডলারের বর্তমান বাজার দর সাড়ে সাতানব্বই হাজার টাকা মতো। শেষ পর্যন্ত নব্বই হাজার টাকায় রফা হয়। কথা মতো নিউটাউন এলাকায় একটি নির্দিষ্ট জায়গায় জড়ো হয় তারা। সেখানে ৯০ হাজার টাকা নিয়ে হাজির হন অভিযোগকারী। তিনি ওই টাকা দিলে অভিযুক্তরা গামছায় বাঁধা একটি থলে দিয়ে জানায় আশপাশে পুলিশ ঘোরাঘুরি করছে। তিনি যেন আড়ালে গিয়ে সেটি খুলে দেখে নেন। ফাঁকা জায়গায় গিয়ে ওই গামছার থলি খুলে অভিযোগকারী দেখেন তার মধ্যে শুধু কাগজ রয়েছে। যেখানে টাকা লেনদেন হয়েছে তিনি তখনই সেখানে যান। গিয়ে দেখেন সেখানে কেউ নেই। সবাই চম্পট দিয়েছে। এরপরে ইকোপার্ক থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে হাতিয়াড়া বাস স্ট্যান্ড থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করে। তারা হাতিয়াড়া ,ঘুনি, ভাটপাড়া এবং নদিয়ার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায়। প্রতারণার টাকা এখনও উদ্ধার করা যায়নি। তাদের জেরা করে পুলিশ জানার চেষ্টা করবে এই প্রতারণা চক্রে আর কেউ জড়িত আছে কিনা। তা ছাড়া যে ডলারের নোটটি তারা বিক্রি করেছিল সেই নোটটি তারা কোথা থেকে কী ভাবে পেয়েছে সে কথাও জানার চেষ্টা করবে পুলিশ।