শেষ আপডেট: 11th February 2021 02:58
বাংলার সবাই ভয় পেয়ে আছে, মুখ খোলার সাহস নেই: রাজ্যপাল
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে গিয়ে বুধবার কড়া ভাষায় রাজ্যের নিন্দা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বললেন, গোটা বাংলা জুড়েই একপ্রকার ভয়ের পরিবেশ রয়েছে। বোঝাই যাচ্ছে এ রাজ্যের সকলে ভয় পেয়ে রয়েছে। কেউ মুখ অবধি খুলতে সাহস পাচ্ছে না। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগেও বহুবার সরব হয়েছেন রাজ্যপাল। বাংলায় ভোটের ঠিক আগে তাঁর এমন মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে। গতকাল, বুধবার মানচিত্র প্রস্তুতকারক সংস্থা ‘ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল। অনুষ্ঠান শেষে সাংবাদিক বৈঠক করেন তিনি। বিজ্ঞান, প্রযুক্তির নানা দিক দিয়ে কথা বলতে বলতে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ ওঠে। বর্তমানে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে রাজ্যপাল বলেন, রাজ্যের সবাই ভীত। মত প্রকাশের অধিকার নেই কারও। তাঁর বক্তব্য, যবে থেকে এ রাজ্যে এসেছেন তিনি তবে থেকেই এ ব্যাপারে নিজের মতামত জানিয়েছেন। রাজ্যপাল বলেছেন, ভয় আর গণতন্ত্র কখনও একজোট হয়ে থাকতে পারে না। যেখানে মানুষের মনে ভয় আছে সেখানে গণতন্ত্রের মর্যাদা থাকে না। ধনকড় এও বলেন, বাংলার মতো সংস্কৃতিকে সমৃদ্ধ রাজ্যে এমন ভয়ের পরিবেশ থাকা কোনওভাবেই বাঞ্ছনীয় নয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। কিছুদিন আগেও হাওড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ধনকড়। তাঁর বক্তব্য ছিল, কিছু পুলিশ অফিসার এবং প্রশাসনিক কর্তা ভোটারদের নিয়ন্ত্রণ করতে চাইছেন। এমন ঘটনা বরদাস্ত করা হবে না। রাজ্যপাল তখনও বলেছিলেন, রাজ্যের সর্বত্র ভয়ের পরিবেশ রয়েছে। এই ভয় ভেঙে মানুষকে নিজের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। রাজ্যপালের মন্তব্যের প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের অভিযোগ থাকলে তা সংবিধান মেনে কেন্দ্রীয় সরকারকে জানাক। এমনভাবে খোলাখুলি সংবাদমাধ্যমের সামনে তাঁর এহেন মন্তব্য অসাংবিধানিক। দুর্ভাগ্যজনকও বটে।”