শেষ আপডেট: 13th May 2020 01:53
এসএসকেএম-এ ঢুকল কোভিড, আক্রান্ত চিকিৎসককে পাঠানো হল বেসরকারি হাসপাতালে
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে একের পর এক হাসপাতালে ঢুকছে করোনাভাইরাস। এবার এসএসকেএম হাসপাতালেও। মঙ্গলবার চিকিৎসক অরুণাভ সেনগুপ্তর রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। সঙ্গে ছিল শ্বাসকষ্ট। উপসর্গ বুঝেই করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার সেই রিপোর্ট পজিটিভ আসে। তিনি এসএসকেএমের আইসিউতেই ভর্তি ছিলেন। কিন্তু মঙ্গলবার তাঁকে সল্টলেকের আমরি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এর আগে কলকাতা মেডিক্যাল কলেজের একাধিক চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রামিতদের সংস্পর্শে আসার জন্য আরজি কর হাসপাতালেরও বেশ কয়েকজন চিকিৎসককে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এসএসকেএম হাসপাতালের ওই চিকিৎসক কাদের সংস্পর্শে এসেছিলেন। তাঁদেরও এবার কোয়ারেন্টাইনে পাঠাতে হবে।