শেষ আপডেট: 13th August 2020 05:51
সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি! বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ সিপিএম সমর্থক তরুণীর
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার রাজনৈতিক লড়াই গড়াল থানায়। সরাসরি যৌন হেনস্থার হুমকি দেওয়ার অভিযোগ তুলে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন টিটাগড়ের বাসিন্দা সিপিএম সমর্থক তরুণী মৌসুমী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত যুবক মঙ্গল তন্তুবায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এই তরুণী।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি পুরুলিয়ায়। অভিযোগ, মৌসুমীর পোস্টে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন মঙ্গল। প্রতিবাদ করলে এই তরুণীর প্রোফাইল থেকে ছবি ডাউনলোড করে অশ্লীল মিম বানিয়ে ছেড়ে দেওয়া হয়। দেওয়া হয় যৌন হেনস্থার হুমকিও।
মৌসুমীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এমন ভাবে আমায় হুমকি দিচ্ছিল প্রথমে আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের কর্মীরা আমায় সাহস দেন। সেই ভরসাতেই আমি থানায় যাই।"
টিটাগড় থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগ গৃহীত হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই যুবক যা লিখেছেন তার প্রিন্ট নেয় টিটাগড় থানা। পুলিশ জানিয়েছে, রাতেই সমস্ত তথ্য ব্যারাকপুর কমিশনারেটের সাইবার সেলে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ওই যুবককে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিযুক্ত যুবকের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু কোনও সাড়া মেলেনি।
পর্যবেক্ষকদের মতে সোশ্যাল মিডিয়ায় ইদানিং এটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যুক্তি পাল্টা যুক্তির বদলে চূড়ান্ত গালিগালাজ চলছে। শুধু তাই নয়, বহু মহিলাকে ভার্চুয়াল যৌন নিগ্রহের মুখেও পড়তে হচ্ছে। এ ব্যাপারে কলকাতা পুলিশের সাইবার সেল সাম্প্রতিক সময়ে একাধিক পদক্ষেপ নিয়েছে। এখন দেখার টিটাগড়ের এই তরুণীর ক্ষেত্রে কতদূর এগোয় পুলিশ।