শেষ আপডেট: 15th May 2020 14:31
দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে কাল শনিবার ১৬ মে। তার পর প্রশাসক বোর্ড গঠন করে পুরসভার কাজ চালানোর জন্য আজ শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে নবান্ন। মেয়র অশোক ভট্টাচার্যকে মাথায় রেখে ১২ জনকে ওই প্রশাসক বোর্ডে রাখা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেই বিজ্ঞপ্তি মানবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। শুক্রবার বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর এ ব্যাপারে অশোকবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাজ্য সরকার বেআইনি ভাবে প্রশাসক বোর্ড গঠন করছে। এই বিজ্ঞপ্তি আমি মানছি না। আমি প্রশাসক হব না”। এর আগে মে মাসের গোড়ায় কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়েছে। তখন একই ভাবে কলকাতায় প্রশাসক বোর্ড গঠন করে সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেই প্রশাসক করা হয়েছে। সরকারের সেই পদক্ষেপের আইনি বৈধতা নিয়ে তখনও প্রশ্ন তোলেন বামেরা। এ ব্যাপারে আদালতে মামলাও হয়েছে। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যসভায় সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য তখন বলেছিলেন, কলকাতার পুর আইনের ৬৩৪ ধারা উল্লেখ করে প্রশাসক বোর্ড তৈরি করা হয়েছে। কিন্তু ওই ধারা অনুযায়ী প্রশাসক বোর্ড গঠন করা যায় না। ছোটখাটো আইনি জটিলতা কাটাতে বড় জোর তার ব্যবহার করা যায়। তা ছাড়া কলকাতা পুরসভা একটি স্বশাসিত সংস্থা (অটোনমাস বডি)। সেখানে কখনওই মন্ত্রীকে প্রশাসক করা যায় না।