শেষ আপডেট: 30th April 2020 07:09
সাগর দত্ত হাসপাতালে করোনায় আক্রান্ত ২ কর্মী, কোয়ারান্টাইনে ১৭ জন চিকিৎসক-সহ ৩৬
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার উপকণ্ঠে উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালে (কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল) নভেল করোনাভাইরাসে দু’জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে এ খবর জানা গেছে। করোনা পজিটিভ রিপোর্ট আসার পরেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে হাসপাতালের সঙ্গে যুক্ত ৩৬ জনকে। এঁদের মধ্যে হাসপাতাল সুপার পলাশ দাস-সহ ১৭ জন চিকিৎসকও রয়েছেন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৩৬ জনকে কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়ার ফলে আপাতত বন্ধ রাখা হচ্ছে সাগর দত্ত হাসপাতালের রেডিওলজি ও কমিউনিটি মেডিসিন বিভাগ। হাসপাতাল সূত্রে জানা গেছে রেডিওলজি বিভাগ ও কমিউনিটি মেডিসিন বিভাগের দুই কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বৃহস্পতিবার। কয়েক দিন ধরেই তাঁদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা যাচ্ছিল। দু’জনেই জ্বর ও কাশিতে ভুগছিলেন। ওই দু’জন ভাই-বোন একই বাড়িতে থাকেন বলে জানা গেছে। নির্দেশ পাওয়ার পরে রেডিওলজি বিভাগ ও কমিউনিটি মেডিসিন বিভাগের যে সব চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা ওই দু’জনের সংস্পর্শে এসেছিলেন তাঁদের কোয়ারান্টাইনে পাঠানো হয় বৃহস্পতিবারই। পুরো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে যে দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের শারিরীক পরিস্থিতি স্থিতিশীল বলে জানা গেছে।