শেষ আপডেট: 15th January 2021 05:14
দ্য ওয়াল ব্যুরো: তিন দশকেরও পুরনো কথা। রেডিওতে সপাহান্তের অনুষ্ঠান বলতে তখন সুপার ডুপারহিট ছিল হাতুড়ি মার্কা ফিনাইল এক্সের শনিবারের বারবেলা। রহস্য, রোমাঞ্চ ভরা শনিবারের দুপুর। কী হয় কী হয়! বৃহস্পতিবার পৌষ সংক্রান্তি গেল। তার পর সন্ধ্যা গড়াতেই আগ্রহ ও কৌতূহলের যেন স্রোত বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। কাল বাদে পরশু শনিবার। সেদিন বারবেলায় কী শোনা যাবে! ত্রিশ বছর আগে গণমাধ্যম বলতে অন্যতম ছিল রেডিও। তখনও গাঁ গঞ্জে সবার বাড়িতে টেলিভিশন পৌঁছয়নি। এখন সে জায়গা নিয়েছে ফেসবুক। শনিবার দুপুর ২ টোয় ফেসবুক লাইভ করবেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। আর তার ১ ঘন্টা পর বিকেল ৩ টেয় লাইভ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় তরুণ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শতাব্দীর ফ্যান ক্লাবের ফেসবুক পেজে ফার্স্ট পার্সনে লেখা হয়েছে, “এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি। …. যদি কোনো সিদ্ধান্ত নিই আগামী ১৬ জানুয়ারি ২০২১ শনিবার দুপুর দুটোয় জানাব।” রাজীব তেমন কিছু লেখেননি। শুধু জানিয়েছেন, সোশাল মিডিয়াই এখন বহু মানুষের কাছে সহজে পৌছনোর মাধ্যম। ‘অনেক দিন আপনাদের সঙ্গে কথা হয় না’। তাই ওই দিন লাইভ করবেন। তবে রাজীবের ফেসবুক পোস্টে একটা বিষয়ে অনেকেরই নজর কেড়েছে। তা হল, কদিন আগে পর্যন্ত ফেসবুক পেজে কোনও শুভেচ্ছাবার্তা সহ কার্ড পোস্ট করলে নিচে পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী লেখা থাকত। এখন তা আর নেই। বৃহস্পতিবার মকর সংক্রান্তির দিন তিনি যে পোস্ট করেছেন তাতেও নেই। বেমালুম উধাও।