শেষ আপডেট: 18th April 2020 11:13
দ্য ওয়াল ব্যুরো: হামলায় আহত জামুড়িয়ার ওসি সুব্রত ঘোষের খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশি চিন্তা না করে নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন ওসিকে। বৃহস্পতিবার ফোন করার পরে শনিবার তাঁর খোঁজ নিতে পাঠান পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের পর্যবেক্ষক দীপ্তাংশু চৌধুরী ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে। আরোগ্য কামনা করে তাঁর জন্য ফলও পাঠান মুখ্যমন্ত্রী। জামুড়িয়া থানার চুরুলিয়া গ্রামে গত মঙ্গলবার সরকারি যুব আবাসনে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলার প্রতিবাদ করেন এলাকার লোকজন। কোয়ারেন্টাইন সেন্টার সরানোর দাবি করে প্রতিবাদকারীরা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে। আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়িতে। এই ঘটনায় জামুড়িয়া থানার পুলিশ আধিকারিক সুব্রত ঘোষ ডান পায়ে গুরুতর আঘাত পান। ওই দিন রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়। তাঁর পায়ে রড ও প্লেট বসানো হয়েছে। বৃহস্পতিবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক উচ্চপদস্থ আধিকারিকের মোবাইলে ফোন করে সুব্রত ঘোষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সাবধানে থাকার পরামর্শ দেন বলে জানা গেছে পুলিশ সূত্রে। করোনা মহামারীর সময় উপযুক্ত সাবধানতা অবলম্বন করার পরামর্শও তাঁকে মুখ্যমন্ত্রী দিয়েছেন ব্যক্তিগত ভাবে। দীপ্তাংশু চৌধুরী এদিন জানান, মুখমন্ত্রীর পাঠানো ফল তিনি সুব্রত ঘোষের হাতে তুলে দিয়েছেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তাও পৌঁছে দিয়েছেন। সুস্থ হয়ে তবেই তাঁকে কাজে যোগ দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী। জামুড়িয়ার চুরুলিয়ার ওই ঘটনার পরে আইসোলেশন সেন্টারে থাকা ২৭ জনকে অন্যত্র সরানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।