শেষ আপডেট: 3rd July 2020 07:03
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বরাহনগরের মান্না পাড়ায় তিন তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। ছেলেকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে লাফ দেন তারা বাবা। গুরুতর আহত হয়েছেন তিনিও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের বাড়ির পাশেই মামার বাড়ির তিনতলা ছাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার সঙ্গে খেলা করছিল ছয় বছরের অংশুমান দাস। খেলতে খেলতে হঠাৎ ছাদের ধারে চলে যায় ছোট্ট ছেলেটি। সেখান থেকে ছাদের রেলিং টপকে সে নীচে পড়ে যায়। পাশেই দাঁড়িয়ে ছিলেন তার বাবা অভিজিৎ দাস। ছেলেকে বাঁচানোর জন্য তখনই সেখান থেকে লাফ দেন তিনিও। তবে ছেলেকে তিনি বাঁচাতে পারেননি। ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে লোক জমে যায়। দুই বাড়ি থেকেই লোকজন ছুটে আসেন। তাঁদের দু’জনকে পরিবার ও এলাকার লোকজন তখনই বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা অংশুমান দাসকে মৃত বলে ঘোষণা করেন। তার বাবা অভিজিৎ দাসকে প্রাথমিক চিকিৎসার পরে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়েছে। হাসপাতালে দাঁড়িয়ে বরাহনগর পুরসভার বিদায়ী কাউন্সিলর অঞ্জন পাল বলেন, “অংশুমানের বাড়ির পাশেই ওর মামার বাড়ি। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সে তারা বাবার সঙ্গে মামার বাড়িতে যায় এবং ছাদে উঠে খেলা করে। এদিনও তাই করছিল। ওর বাবাও সঙ্গে ছিল। অসতর্কতার জন্য অংশুমান নামে বাচ্চাটি পড়ে যায়। আমরা যেটুকু জেনেছি, ও রেলিংয়ে উঠে পড়েছিল। তখন ওর বাবা ওকে বাঁচাতে যান। তখন বাচ্চাটি পড়ে যায় এবং ওর বাবাও পড়ে যান। বাচ্চাটি ঘটনাস্থলেই মারা যায়। ওর ৬ বছর বয়স। একটি স্কুলে কেজি ওয়ানে পড়ে। ওর বাবার সিটি স্ক্যান করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এখন কেমন আছেন জানি না।” ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন মৃত শিশুর মা ও তাঁর আত্মীয়রা। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বরানগরের মান্না পাড়া এলাকায়। শিশুটির মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে বরানগর থানার পুলিশ। রাতেই এলাকার লোকজন হাসপাতালে ভিড় করেন। আজই শিশুদের দেহ হাতে পাওয়ার কথা পরিবারের।