শেষ আপডেট: 6th August 2020 11:59
টেস্টের নামে চিট করছে কেউ কেউ, সরকারি স্ট্যাম্প দেখে নিন, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: কোভিড টেস্টের নামে কেউ কেউ মানুষকে ‘চিট’ করে টাকা নিচ্ছে। এ ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ যদি আপনার কাছে এসে বলে, নমুনা সংগ্রহ করবে তাকে সোয়াব দেওয়ার আগে সরকারি স্ট্যাম্প দেখে নিন।” আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দয়া করে এদের প্রশ্রয় দেবেন না। এরা চিট করছে। ভুল রিপোর্ট দিচ্ছে আর মানুষকে ভয় পাওয়াচ্ছে।” দিল্লিতে এমন ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। এদিন সাংবাদিক বৈঠকে সে ব্যাপারেই মুখ্যসচিব রাজীব সিনহাকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দিল্লিতে যেমন ধরা পড়েছে, আমাদের দেখতে হবে এখানে যেন না হয়।” তখন রাজীব সিনহা বলেন, “এখানেও দু’একটি ঘটনা ঘটেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।” ভুয়ো টেস্ট চক্র কী করছে? রাজীব সিনহা বলেন, এরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোনও একটি নামকরা ল্যাবের নাম করে বলছে তাদের এজেন্ট। নমুনা নিয়ে সেখান থেকে টেস্ট করিয়ে রিপোর্ট দেওয়া হবে। কিন্তু এরা আসলে তা নয়। মুখ্যসচিবের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে আইসিএমআর অনুমোদিত ল্যাবের তালিকা যেন আপডেট থাকে। মানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ওই তালিকা দেখে, সরকারি স্ট্যাম্প দেখে তারপর টেস্ট করতে দিন। তবে সরকারি স্ট্যাম্প যাতে কেউ জাল না করতে পারে সে ব্যাপারেও সতর্ক করেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, অনেক রাজ্য টেস্ট কমিয়ে দিচ্ছে। তাই সেখানে পজিটিভ সংখ্যা কম হচ্ছে। বাংলায় এখন প্রতিদিন ২৫ হাজার করে টেস্ট হচ্ছে। যত বেশি টেস্ট হবে তত বেশি সংক্রমণ চিহ্নিত হবে। তাতে চিকিৎসা করতে সুবিধা হবে। রাজ্যে মৃত্যু হারের পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। বেশির ভাগ মানুষই সুস্থ হয়ে উঠছেন। আর যে ২.২ শতাংশ মারা যাচ্ছেন তাঁদের মধ্যে ৮৭ শতাংশ আবার কোমর্বিডিটি। অর্থাৎ তাঁদের অন্য কোনও ক্রনিক অসুখ ছিল।