শেষ আপডেট: 10th March 2020 13:40
দ্য ওয়াল ব্যুরো: সিকিম বেড়াতে গিয়ে মৃত্যু বাঙালি পর্যটকের। জানা গিয়েছে, গত ৫ মার্চ সিকিম বেড়াতে গিয়েছিলেন ১০ জন পর্যটক। এরা সকলেই কলকাতা এবং সংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রংপোর কাছে লিংতামে ধস নেমেছিল কয়েকদিন ধরেই। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের গাড়ি। ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে এক কিশোরীও।
জানা গিয়েছে, দুর্ঘটনার দিন ধসের জেরে পাহাড় থেকে গড়িয়ে পাথর পড়েছিল পর্যটকদের গাড়ির উপর। তাতেই দুমড়ে-মুচড়ে যায় গাড়ি। পাহাড় থেকে পাথর গড়িয়ে গাড়ির উপর পড়ায় চালকের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন আরও দু'জন। পুলিশ জানিয়েছে, পাথরের আঘাতে পাশের খাদে ছিটকে পড়ে যায় পর্যটকদের গাড়ি। আহত হয়েছেন অন্যান্য পর্যটকরাও। স্থানীয় হাসপাতালে ইতিমধ্যেই তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। জানা গিয়েছে, জুলুক যাওয়ার পথেই ঘটেছে দুর্ঘটনা।
পূর্ব সিকিমের লিংতামে, কিউই খোলা এলাকায় মঙ্গলবার দুপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশের এসপি হরি ছেত্রী জানিয়েছেন, পদমচেনের দিক থেকে আসছিল পর্যটক বোঝাই সুমো গাড়িটি। আচমকাই পাহাড় থেকে পাথরের চাঙর ধসে পড়ে গাড়ির উপর। জানা গিয়েছে, মৃত গাড়ি চালকের নাম, সূরজ ছেত্রী। তিনি সিকিমেরই লিংমু-র মানজিং এলাকার বাসিন্দা। বাকি দুই মৃতের মধ্যে একজন ঝর্ণা ঘোষ (৪৮), অন্যজন হৃষিপ্রিয়া ঘোষ (১৩)। সূত্রের খবর মৃতরা বারাসাত কালিকাপুর এবং কলকাতার মুরারিপুকুরের বাসিন্দা।
ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত এবং নিহতদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার দ্রুত বন্দোবস্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।