শেষ আপডেট: 17th June 2020 09:14
কুলটিতে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের কুলটি থানা এলাকার চিনাকুড়ি দু’নম্বর এরিয়ার ইসিএলের পুরনো আবাসনে স্থানীয় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। নিহতের নাম জিতেন্দ্র পাসোয়ান, বয়স চল্লিশ বছর। পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। বুধবার সকালে এলাকার লোকজন জিতেন্দ্রর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নিয়ামাতপুর ফাঁড়িতে খবর দেয়। খবর দেওয়া হয় জিতেন্দ্রর বাড়িতেও। তাঁর শ্বশুর কিশোর পাসোয়ান জানিয়েছেন জিতেন্দ্র একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। স্থানীয় কোনও এক যুবক ও তার দলের সঙ্গে বেশ কিছু দিন ধরেই ঝামেলা চলছিল জিতেন্দ্রর। ওই যুবকের নাম কাহার বলে তিনি জানিয়েছেন। অভিযুক্তের ব্যাপারে এর বেশি কিছু এখনও জানা যায়নি তাঁর পরিবারের থেকে। জিতেন্দ্রর শ্বশুরের অভিযোগ, ওই যুবক ও তার দলবল জিতেন্দ্রকে খুন করেছে। বুধবার সকালে ইসিএলের পুরনো আবাসনে হাত-পা ভাঙা অবস্থায় জিতেন্দ্রর দেহ উদ্ধার হয়। তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। হাতের শিরা ছিল কাটা। স্থানীয় সূত্রে খবর, জিতেন্দ্র পাসোয়ান মঙ্গলবার রাতে কাজে যাবেন বলে বাড়ি থেকে বের হন। তারপরে তিনি আর বাড়িতে ফেরেননি। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে তারা সব দিক খতিয়ে দেখছে।