শেষ আপডেট: 7th February 2021 08:31
দ্য ওয়াল ব্যুরো: আজ শিল্পশহর হলদিয়াতে সরকারি এবং রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী আসছেন বলে রাস্তার ধারে বেশ কিছু জায়গায় লাগানো হয়েছিল ফ্লেক্স। সেই ফ্লেক্স ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের বাসে ইঁটবৃষ্টি হয়েছে বলেও অভিযোগ। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সভার আগেই উত্তেজনা মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর সভার সমর্থনে নন্দকুমার হাইরোডের একাধিক এলাকায় লাগানো হয়েছিল ফ্লেক্স। সেই ফ্লেক্স শনিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে। এই ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। শুধু ফ্লেক্সস ছেঁড়া নয়, গেরুয়া শিবিরের আরও অভিযোগ কেশপুর থেকে হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে মেদিনীপুর শহরের কাছে ধর্মা এলাকায় তাঁদের কর্মীদের বাসে হামলা চালায় তৃণমূল। বাসে ইঁটবৃষ্টি করা হয়। এই হামলায় তাঁদের তিনজন কর্মীর মাথা ফেটেছে ও আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার পরে বাস থেকে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। এছাড়া নন্দীগ্রামের কমলপুরে বিজেপির প্রস্তুতি সভাতেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। রড, বাঁশ, লাঠি নিয়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এই হামলায় গেরুয়া শিবিরের ৫ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের দাবি, গত কয়েক দিনে শাসক দলের অনেক নেতা-কর্মী গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। এটা আদি বিজেপির কর্মীরা মানতে পারছেন না। তাই আদি ও নব্য বিজেপির মধ্যেই গণ্ডগোল হয়েছে। এর মধ্যে তৃণমূলের কেউ যুক্ত নয় বলেই দাবি করেছেন তাঁরা।