শেষ আপডেট: 15th November 2019 01:31
বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার দাঁতনে, খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দ্য ওয়াল ব্যুরো: ফের গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ। এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে তাদের কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ বিজেপির। অন্যদিকে এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করেছে তৃণমূল। এমনকি ওই যুবক বিজেপি কর্মী নন বলেই দাবি শাসকদলের। শুক্রবার সকালে দাঁতনের সন্তোষপুর এলাকায় একটি গাছে বর্ষা হাঁসদার ( ৩৮ ) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাতে সেখানে তাদের কর্মীদের একটা পিকনিক ছিল। পিকনিকের পর বর্ষা বাড়ি ফেরেননি। রাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বর্ষাকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে স্থানীয় তৃণমূলের তরফে বিজেপির এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে। তাদের দাবি ওই যুবক আত্মহত্যা করেছেন। এর সঙ্গে তৃণমূল কোনওভাবেই যুক্ত নয়। এমনকি বর্ষা বিজেপি কর্মী নয় বলেই দাবি করেছে শাসকদল। লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত দাঁতন। ভোটের পরেও বারবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়েছে এখানে। গত কয়েকদিন ধরে একটানা অশান্তি চলছে এই এলাকায়। মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষ হয়। তারপরে পুলিশ বেশ কিছু বিজেপি কর্মীকে গ্রেফতার করে। এই গ্রেফতারির বিরুদ্ধে বিজেপি অবরোধ শুরু করলে তাদের ছেড়ে দেওয়া হয়। এই কর্মীদের মধ্যে নিহত বর্ষা হাঁসদার নাম ছিল বলে জানা গিয়েছে। বিজেপির দাবি, বর্ষা যদি তাদের কর্মী না হবেন তাহলে তাঁর নাম কেন রয়েছে অভিযুক্তদের তালিকায়। খুন না আত্মহত্যা তা নিয়ে অবশ্য পুলিশ এখনও কিছু মন্তব্য করেনি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমারের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তারপরেই পুরো বিষয়টা বোঝা যাবে। তবে দেহ উদ্ধারের পরেই বিক্ষোভ দেখানো শুরু করেছে বিজেপি। সকাল থেকেই রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। জ্বালানো হয় টায়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় পুলিশকে। লোকসভা নির্বাচনের আগেও পরপর পুরুলিয়া থেকে ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার ও শিশুপাল সহিস নামের তিন বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সরাসরি তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তোলে বিজেপি। বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেন। ভোট মেটার ছ'মাস পরেও উদ্ধার হল বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ।