শেষ আপডেট: 30th April 2020 04:49
বালুরঘাটের বিজেপি সাংসদকে হয়রানির অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে, স্মারকলিপি নিলেন না জেলা পুলিশ সুপার
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে পুলিশ হয়রান করছে বলে অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে দলের জেলা সভাপতি বিনয় বর্মন ও জেলা বিজেপি সম্পাদক বাপি সরকার জানান, বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদারকে বিভিন্ন ভাবে আটকে রাখার চেষ্টা করছে জেলা পুলিশ। লকডাউনের মধ্যে তিনি ত্রাণ বিলি করতে পারছেন না এবং জনসংযোগ করতে পারছেন না। নির্বাচিত সাংসদকে এভাবে আটকানোর চেষ্টার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে জেলা বিজেপির পক্ষ থেকে পাঁচ জন প্রতিনিধি স্মারকলিপি দিতে যান। তবে পুলিশ সুপার দেবর্ষি দত্ত দেখা করেননি বলে অভিযোগ। পুলিশ সুপার তাঁদের সঙ্গে দেখা না করায় ইমেলে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার জানান পুলিশ পদক্ষেপ না করলে পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হবে। দরকারে বৃহত্তর আন্দোলনে নামা হবে। বিজেপির অভিযোগ যেখানে তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ ত্রাণ বিল-সহ বিভিন্ন কাজে ঘুরে বেড়াচ্ছেন সেখানে লোকসভার সংসদ সুকান্ত মজুমদারকে হোম কোয়ারান্টাইনের নির্দেশ দিয়ে বাড়িতে রাখার চেষ্টা চলছে। পাশাপাশি বিজেপির অন্যান্য কার্যকর্তাদের ত্রাণ বিলি করার ক্ষেত্রেও জেলাজুড়ে বাধা দিচ্ছে তৃণমূল। এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার বলেন, “বিজেপি ত্রাণ বিলি করছে না উল্টে যেখানে তৃণমূল ত্রাণ বিলি করছে সেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সরকারি নির্দেশ মতো সুকান্ত মজুমদারের হোম কোয়ারান্টাইনে থাকার কথা। উনি আইন ভঙ্গ করে ঘুরে বেড়াচ্ছেন।” এর আগেই সুকান্ত মজুমদারকে বাড়িতে হোম কোয়ারান্টাইনে থাকার কথা বলে চিঠি দিয়েছিলেন মহকুমাশাসক। যদিও বিজেপি মনে করে যে ইচ্ছা করে তাঁকে আটকে রাখার চেষ্টা করেছে পুলিশ ও তৃণমূল। প্রশাসন অবশ্য এব্যাপারে কোনও কথা বলতে রাজি নয়।