শেষ আপডেট: 20th October 2020 16:35
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থীর দিনই রেকর্ড সংক্রমণ। মঙ্গলবার স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪০২৯ জন, যা ২৪ ঘণ্টার সংক্রমণে রেকর্ড। গত কয়েকদিন ধরেই বাংলায় করোনা সংক্রমণ চার হাজার ছুঁইছুঁই হচ্ছিল। কিন্তু এদিন সব রেকর্ড ভেঙে গিয়েছে। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী কোভিড সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত হয়েছেন ৮৭১ জন। পিছনেই রয়েছে কলকাতা। মহানগরে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৮০৯। গত ২৪ ঘণ্টায় সারা রাজ্যে মৃত্যু হয়েছে ৬১ জনের। উৎসবের সময় সংক্রমণ বাড়ার আশঙ্কা ছিলই। মঙ্গলবারের বুলেটিন যেন সেটাকেই সত্যি প্রমাণ করে দিল। বাংলায় এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ২৯ হাজার ৫৭ জন। সেরে উঠেছেন দু'লক্ষ ৮৭ হাজার ৭০৭ জন। রাজ্যে কোভিডে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছ'হাজার ১৮০ জন। রাজ্যে এই মুহূর্তে ৩৪ হাজার ৫৮৪ জনের শরীরে করোনাভাইরাস সক্রিয় রয়েছে। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী তিনটি জেলায় দুশো র বেশি আক্রান্ত হয়েছেন। সেই তিনটি জেলা হল পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। তা ছাড়া উত্তরবঙ্গের তিন জেলা মালদা, দার্জিলিং এবং জলপাইগুড়ি ও দক্ষিণ বঙ্গের হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় শতাধিক করে মানুষ আক্রান্ত হয়েছেন।