Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
আধুনিক 'স্কিন ট্রিটমেন্ট'-এর নামে ক্যানসারের ঝুঁকি নিচ্ছেন না তো? খুঁটিনাটি জানালেন চিকিৎসকমেনোপজের সময় মেয়েদের ডায়েটে কী কী খাবার থাকা উচিত, জানালেন করিনা কাপুরের ডায়েটিশিয়ান ‘নুন খেয়ে গুণ গাইতে হয়’, দাগিদের পক্ষ নিয়ে আদালতে রাজ্য, ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা মেহেবুবআঁধারঅভিসারিকা, আলােক-সন্ধানী সুচিত্রা সেনের আড়াল জীবনে একমাত্র আলো শ্রীশ্রী রামকৃষ্ণ শববাহী গাড়িতে মদ খেয়ে বেহুঁশ চালক আর খালাসি! উত্তরপাড়ার ছবি ভাইরাল হতেই শোরগোলনায়িকা বানানোর টোপ! ছবি তৈরির নামে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে দুই'এটা একটা সুন্দর অনুভূতি', সন্তান আগমনের খবরে আর কী বললেন রাজকুমার রাও?আলোর ঝলকানি আর শরীরে শুধু সাদা মনোকিনি, ফটোশুটে নজর কাড়লেন প্রজ্ঞা জয়সওয়ালএসএনইউ-তে স্বাস্থ্যবিজ্ঞান পাঠে নতুন শিক্ষা পদ্ধতি, কেন এই কোর্স সম্ভাবনাময়বর্ষাকাল শুরু হলেই পেটের সমস্যা সঙ্গী! কী করবেন, কোনটা এড়িয়ে চলবেন - পরামর্শ দিলেন চিকিৎসক

#Breaking: উঠছে কর্মবিরতি, শনিবার থেকে সব আদালতে স্বাভাবিক কাজকর্ম শুরু, সিদ্ধান্ত বার কাউন্সিলের

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া কর্পোরেশনের কর্মী বনাম হাওড়া আদালতের আইনজীবীদের খণ্ডযুদ্ধের ঘটনায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল। শুক্রবার কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শনিবার থেকে রাজ্যের সমস্ত আদালতে স্বাভা

#Breaking: উঠছে কর্মবিরতি, শনিবার থেকে সব আদালতে স্বাভাবিক কাজকর্ম শুরু, সিদ্ধান্ত বার কাউন্সিলের

শেষ আপডেট: 24 May 2019 02:57

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া কর্পোরেশনের কর্মী বনাম হাওড়া আদালতের আইনজীবীদের খণ্ডযুদ্ধের ঘটনায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল। শুক্রবার কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শনিবার থেকে রাজ্যের সমস্ত আদালতে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। যদিও শুক্রবার আদালতের কাজ শেষ হওয়ার পর হাইকোর্ট বন্ধ হয়ে যাবে। খুলবে ১০ জুন। কিন্তু রাজ্যের অন্যান্য নিম্ন আদালতে স্বাভাবিক কাজকর্ম চালু থাকবে বলে জানিয়েছে বার কাউন্সিল। গত ২৪ এপ্রিলের ওই ঘটনায় হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তিন দিন আগেই এক সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তকে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই ঘটনার তদন্ত করে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে। ডিভিশন বেঞ্চ ওই ঘটনায় হাওড়ার পুলিশ কমিশনার-সহ সাত পুলিশ আধিকারিকের কাজে নিয়ন্ত্রণ করেছে। ২৬ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে হাইকোর্টে। বার কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে শুনানিতে কী হচ্ছে তা দেখে ২ সেপ্টেম্বর ফের বৈঠকে বসা হবে। সেখানেই সিদ্ধান্ত হবে পরবর্তী পদক্ষেপের। ঘটনার সূত্রপাত ২৪ এপ্রিল সকাল সাড়ে দশটা নাগাদ। প্রথমে কর্পোরেশনের পার্কিং লটে ঝামেলার সূত্রপাত। তা থেকে শুরু হয় বচসা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা হাতাহাতির পর্যায় পৌঁছে। এবং শেষমেশ খণ্ডযুদ্ধ। উকিলরা ঢুকে পড়েন কর্পোরেশনে। পুরকর্মীদের সঙ্গে শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। রক্তাক্ত হন বেশ কয়েক জন আইনজীবী। আহত কর্পোরেশনের কর্মীরাও। আহত এক মহিলা পুরকর্মীকে নিয়ে অ্যাম্বুলেন্স হাওড়া হাসপাতালের দিকে রওনা দিলে, সেই অ্যাম্বুলেন্সের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে আইনজীবীদের বিরুদ্ধে। সেই ঘটনার জেরেই কর্মবিরতি চলছিল হাইকোর্ট-সহ রাজ্যের সব আদালতে।

ভিডিও স্টোরি