শেষ আপডেট: 20th May 2020 04:01
দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে সুপার সাইক্লোন উমফান। প্রতি মুহূর্তে উপকূলের আরও কাছে এসে পড়ছে এই ঘূর্ণিঝড়। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দিঘা উপকূল থেকে মাত্র ২২৫ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। কলকাতা থেকে উমফানের দূরত্ব ৩৩৩ কিলোমিটার। ইতিমধ্যেই মহানগরে শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব। মঙ্গলবার রাত থেকেই চলছে বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে বুধবার সকাল ৭টা নাগাদ উমফানের অবস্থান ১৯ ডিগ্রি ৫৮ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৭ ডিগ্রি ৬০ মিনিট পূর্ব দ্রাঘিমায়। ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ১২৫ কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে তা ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে।