শেষ আপডেট: 4th November 2020 16:02
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার দুপুরেই বলেছিলেন, করোনার ‘থার্ড ওয়েভ’ শুরু হয়ে গেছে। সন্ধেবেলাই দেখা গেল গত ২৪ ঘণ্টায় রাজধানীতে যে পরিমাণ সংক্রমণ ছড়িয়েছে তা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। একদিনে দিল্লিতে আক্রান্ত হয়েছেন ছ'হাজার ৮৪২ জন। আর বাংলায় আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার। গতকালই দিল্লিতে নতুন সংক্রমণ ধরা পড়েছিল সাড়ে ছ’হাজারের বেশি। মোট কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। এদিন সব রেকর্ড ভেঙে গিয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির সমস্ত হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোভিড রোগীদের চিকিৎসার জন্য ৮০ শতাংশ বেড খালি রাখা হয়েছে। বেসরকারি হাসপাতালেগুলিতে ৩৩ শতাংশের বেশি শয্যা প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের জন্য। বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৮৭ জন। তবে সুস্থ হয়েছেন বেশি, চার হাজার ১২৯ জন। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের। সংক্রমণের শীর্ষে সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনাই। কলকাতায় ৮৯৪ জন এবং উত্তর ২৪ পরগনায় ৮৭৮ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লক্ষ ৮৯ হাজার ৫৭৬ জন। সেরে উঠেছেন তিন লক্ষ ৪৬ হাজার ৬৬২ জন। মোট মৃত্যু সাত হাজার ৬৮। এই মুহূর্তে রাজ্যে কোভিড সক্রিয় রয়েছে ৩৬ হাজার ২৪৬ জনের শরীরে।