শেষ আপডেট: 6th November 2020 10:40
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার দুপুরে সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গেলেন অমিত শাহ। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অজয়বাবুর ছাত্ররা তাঁকে গানও শোনান। অমিত শাহের সঙ্গে অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। তাঁর বাড়িতে অমিত শাহের যাওয়া নিয়ে অজয়বাবু বলেন, "এত বড় মাপের মানুষকে আমন্ত্রণ জানানোর ক্ষমতা আমার নেই। উনিই নিজেই আমার বাড়িতে এসেছেন। এ জন্য আমি আনন্দিত।" গত সোমবার অজয়বাবুর বাড়িতে গিয়েছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিংরা। বিজেপির দ্বিতীয় শক্তিধর নেতা রাজ্যে এসে অজয়বাবুর বাড়িতে যাবেন এই খবর জানার পরেই অনেকে অন্য কৌতূহল দেখাতে শুরু করেছিলেন। এদিন অমিত শাহ চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয়বাবু বলেন, "আমি মিউজিক পার্টির লোক। আমার বিজেপি, তৃণমূল,সিপিএম কিচ্ছু নেই।" দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বাড়িতে যাওয়ায় খুশি অজয়বাবুর স্ত্রী চন্দনা চক্রবর্তীও। তিনি জানিয়েছেন, এদিন অমিত শাহের জন্য অনেক কিছুই আয়োজন করা হয়েছিল। কিন্তু তিনি অর্ধেক চপ এবং একটা মুরুক্কু খেয়েছেন।