শেষ আপডেট: 18th May 2020 09:01
উত্তর ২৪ পরগনার হাসনাবাদে করোনায় আক্রান্ত ২, হোম কোয়ারেন্টাইনে ৫০ জন
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদে পৃথক দুটি গ্রামের দুই যুবক করোনা আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে এই খবর পাওয়া গেছে। দুই যুবকের বাবা-মা সহ ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হাসনাবাদ থানার বিশপুরে বছর কুড়ির যে ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া গেছে তিনি শ্রমিকের কাজ করতেন। গত ১২ মে তিনি পশ্চিম মেদিনীপুর থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে নাইসেডে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারপরেই বাবা-মা সহ তাঁর সংস্পর্শে আসা কুড়ি জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। পাশের কনকনগর গ্রামে বছর বাইশের এক স্বাস্থ্যকর্মীও আক্রান্ত। তিনি কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। দিন চারেক আগে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রবিবার রাতে রিপোর্ট এলে দেখা যায় তিনিও করোনা পজিটিভ। তাঁরও মা-বাবা সহ সংস্পর্শে আসা তিরিশ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসনাবাদে একই দিনে দু’জনের করোনা পজিটিভ রিপোর্ট আসায় এলাকার লোকজন শঙ্কিত। দুই আক্রান্তকে বারাসতের কদমগাছিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএমওএইচ তাপসকুমার সাহা জেলা পুলিশকে করোনায় আক্রান্তদের নাম-ঠিকানা জানিয়ে দেন। তারপরেই জেলা পুলিশ খবর পাঠায় স্থানীয় থানায়। খবর পাওয়ার পরেই এলাকায় যান হাসনাবাদ থানার ওসি সঞ্জীব সেনাপতি এবং বিডিও সৌম্য ঘোষ। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা গিয়ে ওই এলাকা সিল করেছে দিয়েছেন। ব্যারিকেড করে এলাকাটিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ দিন যাতে কেউ বাড়ি থেকে না বের হন সে ব্যাপারে এলাকায় নির্দেশিকা জারি করা হয়েছে।