SSC: এসএসসি চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ কলেজ স্কোয়ারে, নবান্ন অভিযানের ডাক
চাকরি নেই, প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি সরকার, ফের বিক্ষোভে (Protest) সামিল এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC)। দীর্ঘ ৬ বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। অভিযোগ, বার বার আশ্বাস দিয়েও কথা রাখেনি রাজ্য সরকার। এদিকে গ্রুপ সি ও
শেষ আপডেট: 3 March 2022 02:20
চাকরি নেই, প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি সরকার, ফের বিক্ষোভে (Protest) সামিল এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC)। দীর্ঘ ৬ বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। অভিযোগ, বার বার আশ্বাস দিয়েও কথা রাখেনি রাজ্য সরকার। এদিকে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগে দুর্নীতি হচ্ছে। অবিলম্বে চাকরির দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এসএসসি চাকরিপ্রার্থীরা।
কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর উদ্যান থেকে এদিন দুপুরে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, "এসএসসি-তে উত্তীর্ণ হওয়ার পরে ৬ বছর কেটে গেলেও চাকরি নেই। যোগ্যতমদের বঞ্চিত করেছে সরকার। প্রতি বছর দুর্নীতিমুক্ত নিয়োগ চাই।"

কলেজ স্কোয়ার চত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের দাবি, আজ কোনওভাবেই নবান্ন অভিযান থামানো যাবে না।
বছরের গোড়াতেই কলকাতা প্রেস ক্লাবের সামনে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, মেধাতালিতায় যাঁদের নাম রয়েছে তাঁরা চাকরি পাননি। অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশনে নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। ২০২৯ সালে ধর্মতলার প্রেস ক্লাবের সামনে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে প্রায় একমাস আন্দোলনে বসেছিলেন চাকরি প্রার্থীরা। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, আন্দোলনকারীদের দাবি মানা হবে। অভিযোগ, দেড় বছর হয়ে যাওয়ার পরেও সেই দাবি মানা হয়নি। আন্দোলনকারীদের আরও অভিযোগ, সেই সময় যাঁরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাঁরা এবং তাঁদের ঘনিষ্ঠরা চাকরি পেয়ে গিয়েছেন। অথচ বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী চাকরি পাননি।