শেষ আপডেট: 4th January 2022 04:56
দ্য ওয়াল ব্যুরো: দুষ্কৃতী তাণ্ডবে উত্তাল পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ নম্বর ব্লকের একাধিক এলাকা। বিজেপির অভিযোগ, সোমবার রাত থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকা দাপিয়ে বেড়িয়েছে। বিজেপির কয়েকজন নেতা-কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে, গতকাল রাতে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুই তৃণমূল কর্মীর। জখম আরও দুই। বোমা বাঁধতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। খেজুরির জনকা অঞ্চলের ১৯৫ নম্বর পশ্চিম ভাঙ্গনমারী বুথে বিস্ফোরণ হয় গতকাল রাতে। এলাকাবাসীরা জানাচ্ছেন, দুষ্কৃতীরা ডেরা বেঁধেছিল ওই এলাকায়। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। ভয়ঙ্কর আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দু'জন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। গুরুতর জখম অবস্থায় আরও দু'জনকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই তাঁরা চিকিৎসাধীন। খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেছেন, সন্ত্রাস তৈরির জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা তৈরির আখড়া খুলেছে এলাকায়। বিজেপি নেতা-কর্মীদের ওপরেও চড়াও হচ্ছে দুষ্কৃতীরা। গোটা এলাকায় সন্ত্রাস চলছে। বিস্ফোরণের পর থেকে এলাকায় বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁর অভিযোগ, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির দাবি, বোমা মেরে তৃণমূল কর্মীদের খুন করা হয়েছে কিনা তার তদন্ত হবে। পরিকল্পনা করে বোমা রেখে দেওয়া হয়েছিল, এমনটাও হতে পারে। সবটাই তদন্ত করে দেখবে পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'