শেষ আপডেট: 17th July 2021 08:58
দ্য ওয়াল ব্যুরো: দিন চারেক আগের কথা। দমদম বিমানবন্দরে পৌঁছনোর পর সাংবাদিকদের রসিকতা করেই বলেছিলেন, ‘লম্বা ছুটি কাটাতে যাচ্ছি!’ কিন্তু কথায় যাচ্ছেন তা বলেননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানা গিয়েছিল কাশ্মীর যাচ্ছেন তিনি।
দেখা গেল ঠিক তাই। ভূস্বর্গে গিয়েছেন দিলীপ। শুধু যাওয়া নয়। লাদাখে একটি অক্সিজেন পার্লারেরও উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ। লাদাখের লেহ-সোলার কলোনিতে ওই অক্সিজেন পার্লার চালু করেছে সেবা ভারতী।
প্রসঙ্গত, সেবা ভারতী আরএসএস-এর একটি শাখা। একথা অনেকেরই জানা যে, দিলীপ ঘোষ দীর্ঘ প্রায় চার দশক সঙ্ঘের প্রচারক ছিলেন। ওই অক্সিজেন পার্লার উদ্বোধনে দিলীপ বলেন, “আমি ৩৮ বছর সঙ্ঘের প্রচারক হিসেবে কাজ করেছি। একটা বড় সময় সেবাভারতীর দায়িত্ব নিয়ে আন্দামান-নিকোবরে কাজ করতাম। আজকে লাদাখে এসে এই উদ্বোধনে অংশ নিতে পেরে আমি স্যত্যিই আনন্দিত।”
আরএসএস থেকে বিজেপি সভাপতি হয়েছিলেন দিলীপ। ২০১৫ সালে তাঁকে রাজ্য সভাপতি করা হয়। পর্যবেক্ষকদের মতে, ঐতিহাসিক ভাবে পশ্চিমবঙ্গ বিজেপির উর্বর জমি হতে পারত। বিশেষত দেশ ভাগের পর সেই বাস্তবতা আরও বেশি প্রাসঙ্গিক ছিল। কিন্তু কোনও ভবাইএ বাংলায় বিজেপি সে ভাবে দাঁত ফোটাতে পারেনি। দিলীপ সভাপতি হওয়ার পর বাংলায় বিজেপির বৃদ্ধির গ্রাফও দ্রুত গতিতে বেড়েছে।
উনিশের লোকসভায় বাংলা থেকে ১৮টি আসন জয় সর্বকালের সেরা ফলাফল। কিন্তু একুশের ভোটে ফের ধাক্কা খাওয়ায় বিজেপির মধ্যেও জল্পনা তৈরি হয়, দিলীপকে বোধহয় রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সেওসব জল্পনায় অনেক আগেই জল ঢেলে দিলীপ জানিয়ে দেন, দল দায়িত্ব দিয়েছে তাই কাজ করছি। যখন বলবে আমাকে প্রয়োজন নেই তখন পুরনো কাজে ফিরে যাব।” অনেকের মতে, পুরনো কাজ মানে সঙ্ঘের কাজকেই বোঝাতে চেয়েছেন তিনি।
আগামী কাল, রবিবার দিল্লি ফেরার কথা দিলীপ ঘোষের। সোমবার থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। আপাতত দিল্লিতেই থাকবেন তিনি। তাৎপর্যপূর্ণ হল, রাজ্য সভাপতি যখন লাদাখে রয়েছেন তখন বাংলায় একাধিক জেলায় সাংগঠনিক বৈঠকে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। গতকালই তিনি হুগলি সাংগঠনিক জেলার বৈঠকে যোপগ দেন। তার আগে হাওড়ার নেতাদের সঙ্গেও বৈঠক করেন শুভেন্দু। দিলীপের অনুপস্থিতিতে শুভেন্দুর সাংগঠনিক দৌত্যকেও নানান দৃষ্টিকোণ থেকে দেখতে চাইছেন পর্যবেক্ষকদের অনেকে।