শেষ আপডেট: 16th June 2021 06:33
দ্য ওয়াল ব্যুরো: ৭০ পেরিয়ে একাত্তরে পা দিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু অভিনেতার জন্মদিনের শুরুটা ভাল হল না মোটেই। বাংলায় ভোট প্রচারের সময় বিতর্কিত মন্তব্যের জেরে ফের অস্বস্তিতে মিঠুন চক্রবর্তী। এদিন কলকাতা পুলিশ তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর। জানা যাচ্ছে, ভার্চুয়াল মাধ্যমেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একুশের ভোটে বিজেপির তারকা প্রচারক ছিলেন মিঠুন। দু'মাস ধরে বাংলার একাধিক প্রান্তে ঘুরে ঘুরে গেরুয়া দলের হয়ে প্রচার করেছেন তিনি। অভিনয় জগতে তাঁর জনপ্রিয়তা অবিদিত নয়। ভোটের ময়দানেও তাই পর্দার 'এমএলএ ফাটাকেষ্ট'কে দেখতে বেজায় ভিড় হয়েছিল। তবে রাজনীতিতে বিনোদনের ডায়লগ ঢোকাতে গিয়ে বিপাকে পড়েছিলেন মিঠুন। ভোট প্রচারে মিঠুন বলেছিলেন তাঁর বহু চর্চিত সংলাপ, 'মারব এখানে লাশ পড়বে শ্মশানে'। এরপর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ, মিঠুন চক্রবর্তীর ওই মন্তব্য ছিল উস্কানিমূলক। বাংলায় ভোট পরবর্তী হিংসায় তা ইন্ধন জুগিয়েছে। এরপর মামলা খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিঠুন। সূত্রের খবর, তখনই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। মিঠুন জানিয়েছেন, তিনি কেবলমাত্র সংলাপ বলেছেন। তা বাস্তবে প্রয়োগের কোনও ইচ্ছে বা মতলব ছিল না তাঁর। তিনি চাননি এই মুখের কথাকে সত্যি ধরে নিয়ে কেউ হিংসা ছড়াক। তবে বিতর্ক তাতে থামেনি।