শেষ আপডেট: 16th August 2019 01:08
জামিনের আর্জি নাকচ, ১ দিনের পুলিশ হেফাজত রূপার ছেলের
দ্য ওয়াল ব্যুরো: নাকচ হলো জামিনের আর্জি। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে একদিনের জেল হেফাজত বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশের। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা, মোটর ভেহিকেল অ্যাক্ট এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে ৩ পিডিপিপি অ্যাক্টে রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার রাতে গল্ফ গার্ডেনে নিজের বাড়ির কাছেই এই দুর্ঘটনা ঘটান আকাশ। বেপরোয়া গতির গাড়ি সজোরে ধাক্কা মারে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের পাঁচিলে। ভেঙে যায় মজবুত পাঁচিলের বেশ অনেকটা অংশ। স্থানীয়দের অভিযোগ সবসময়ই নাকি এমন তীব্র গতিতে বেপরোয়া ভাবে গাড়ি চালান আকাশ। বহুবার সতর্ক করার পরেও কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার আকাশ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। গতকাল রাতেই আটক করে মেডিক্যাল টেস্টের জন্য আকাশকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। তবে আকাশ মদ্যপ ছিলেন এমন কোনও প্রমাণ রিপোর্টে পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। এ দিকে এই দুর্ঘটনার পর টুইট করেন রূপা। লেখেন, গোটা ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা যেন নেওয়া হয়। কোনও সুবিধা যেন না দেওয়া হয়। পাশাপাশি তিনি এ-ও লেখেন, ছেলেকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আইন, আইনের পথে চলুক সেটা চান। আকাশের পরিবারের দাবি, যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে, মাস তিনেক ধরে সেটা গ্যারেজে পড়েছিল। বৃহস্পতিবার রাতে বাড়ির ফেরার সময় আকাশ বুঝতে পারেন গাড়ির অ্যাক্সিলারেটর বিগড়ে গিয়েছে। ব্রেক ধরছে না। আশেপাশের কারও যেন ক্ষতি না হয় তার জন্যই পাঁচিলে ধাক্কা মারেন তিনি। পুলিশ জানিয়েছে, গাড়িটির কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কি না তার জন্য মেক্যানিক্যাল টেস্ট করা হবে। অন্যদিকে আকাশের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য বলেন, দুর্ঘটনার ফলে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের যে পাঁচিল ভেঙে গিয়েছে তা বেসরকারি সম্পত্তি। তাহলে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে আকাশের বিরুদ্ধে পিপিডিপি অ্যাক্টে কী ভাবে পুলিশ মামলা রুজু করল তাই নিয়েও প্রশ্ন তুলেছেন ওই আইনজীবী।