শেষ আপডেট: 27th November 2021 03:05
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে, তৃণমূল কংগ্রেস তাদের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে শাসক দলের বহু নেতামন্ত্রীর পরিবার পরিজনকে টিকিট দেওয়া হয়েছে। তৃণমূলের তালিকায়, এমন নজির নতুন না হলেও আগের ভোটগুলিতে এত বেশি নেতামন্ত্রীর আত্মীয়ের নাম থাকত না। এবার খুব চর্চা ছিল, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতায় ও শশী পাঁজাকে উত্তর কলকাতায় প্রার্থী করা হবে। তাঁদের মধ্যে কেউ একজন হবেন মেয়র। প্রার্থী তালিকায় দেখা যায়, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে ও শশী পাঁজার মেয়ে টিকিট পেয়েছেন। চন্দ্রিমার ছেলে সৌরভকে ৮৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হচ্ছে। উত্তর কলকাতার ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী শশী পাঁজার কন্যা তথা প্রয়াত নেতা অজিত পাঁজার নাতনী পূজা। উত্তর কলকাতাতেই এবার পুরভোটের টিকিট পাননি রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন। কিন্তু স্বামীর ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন, তাঁর ডাক্তার স্ত্রী কাকলি সেন। ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পরিবারের বধূ। মধ্য কলকাতার ৫৮ নম্বর ওয়ার্ড থেকে লড়বেন সন্দীপন সাহা। তিনি তৃণমূলের প্রবীণ নেতা ও বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে। বেহালা এলাকায় পুর পারিষদ তারক সিং ও তাঁর পরিবারের আরও দু’জন এবার প্রার্থী। প্রয়াত আরএসপি নেতা ক্ষিতিগোস্বামীর মেয়ে বসুন্ধরা যাদবপুর এলাকার ৮৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন। তৃণমূলের প্রভাবশালী নেতা কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী টিকিট পেয়েছেন রাজাবাজার এলাকার ২৮ নম্বর ওয়ার্ডে। কলকাতায় সর্বশিক্ষা মিশনের চেয়ারম্যান শিক্ষক নেতা কার্তিকচন্দ্র মান্নাও এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন। তাঁকে টিকিট দেওয়া হয়েছে ১ নম্বর ওয়ার্ডে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'