শেষ আপডেট: 17th November 2018 02:20
স্টেট ব্যাঙ্কের গ্রাহক? এটা না করলে নভেম্বরের পর নেট ব্যাঙ্কিং ব্লক করে দেবে এসবিআই
দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইলের সংযুক্তিকরণের ব্যাপারে কোনও আপত্তি জানায়নি আদালত। এই অবস্থায় স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, ৩০ নভেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না করলে ইন্টারনেট ব্যাঙ্কিং ব্লক করে দেওয়া হবে। ফলে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ওই গ্রাহক আর কোনও লেনদেন করতে পারবেন না। প্রসঙ্গত, ২০১৭ সালে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছিল, এটিএম থেকে টাকা তোলা ছাড়া যে কোনও ইলেকট্রনিক লেনদেনের ক্ষেত্রে মোবাইল নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক করতে হবে। যাতে কোনও লেনেদেন ক্ষেত্রে গ্রাহক এসএমএস অ্যালার্ট পায়। ওই নিয়মের মোতাবেক বাণিজ্যিক ব্যাঙ্কগুলি এতোদিনে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, ইদানীং ইন্টারনেটে ব্যাঙ্ক জালিয়াতি বেড়ে গিয়েছে। তার ভুক্তভোগী হচ্ছেন অনেক গ্রাহক। এবং সেই চাপ এসে পড়ছে ব্যাঙ্কের উপর। অ্যাকাউন্টে টাকা ঢুকলে বা টাকা তুলে নিয়ে মোবাইলে যদি সঙ্গে সঙ্গে অ্যালার্ট টেক্সট ঢোকে, তা হলে দু’জনেরই সুবিধা। কোনওরকম প্রতারণার ঘটনা ঘটলে গ্রাহক যেমন সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন, তেমনই তা দ্রুত ব্যাঙ্কে জানালে তারাও বিহিত ব্যবস্থা করতে পারবে। এসবিআই কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও গ্রাহক ব্যাঙ্কের শাখায় গিয়ে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করাতে পারেন। অথবা এটিএম থেকেও তা করা যেতে পারে। এটিএমের মাধ্যমে রেজিস্ট্রেশন করার তিন দিনের মধ্যে ব্যাঙ্ক থেকে একটি ‘ভেরিফিকেশন কল’ যাবে গ্রাহকের কাছে। তাতে গ্রাহক ঠিক ঠাক জবাব দিতে পারলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এসবিআইয়ের এক কর্তা জানান, চলতি বছরের গোড়াতেও একবার মোবাইল নম্বর সংযুক্তিকরণের ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। অনেকেই তখন মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করিয়েছেন। কিন্তু রেজিস্ট্রেশন না করা গ্রাহকের সংখ্যাও কম নয়। গ্রাহককের আমানতের সুরক্ষার স্বার্থেই ফের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। রেজিস্ট্রেশন করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মেয়াদ আর বাড়ানো হবে না বলে আপাতত ঠিক হয়েছে।