শেষ আপডেট: 7th November 2021 08:02
দ্য ওয়াল ব্যুরো: পেট্রোপন্য নিয়ে পথে নামবে বিজেপি (BJP)। কেন্দ্র শুল্কে ছাড় দিলেও এখনও ভ্যাট কমায়নি রাজ্য। তাই জ্বালানির দাম কমানোর দাবিতে সোমবার কলকাতায় বিক্ষোভ দেখাবে তারা। রাজ্য বিজেপির অফিস থেকে শুরু হবে মিছিল। উত্সবের মরসুমে পেট্রোল-ডিজেলে উত্পাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র। সরকার তালিকা প্রকাশ করে জানিয়েছে, ২২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল কেন্দ্রের শুল্ক কমানোর পর নিজেদের ভ্যাট কমিয়েছে। কিন্তু, এখনও ১৪ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সেই পথে এখনও হাঁটেনি। এর মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পঞ্জাব সহ ১৪টি রাজ্য। এই ইস্যুতে তাই কেন্দ্রের পদক্ষেপকে হাতিয়ার করেই সরব বিজেপি। সোমবার সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণে বিধানসভায় শোকপ্রস্তাব আসার কথা। ফলে অধিবেশন মুলতুবি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুলতুবি হয়ে যাওয়ার পরে প্রাঙ্গণে বিক্ষোভে অংশগ্ৰহণ করার কথা দলীয় বিধায়কদের। আর মুলতুবি না-হলে অধিবেশন কক্ষেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখবেন বিজেপি বিধায়করা।