শেষ আপডেট: 27th July 2021 13:59
দ্য ওয়াল ব্যুরো: মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদে নিয়োগের বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় এই নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একগুচ্ছ প্রশ্ন তুলে তৃণমূল নেতার পিএসি চেয়ারম্যান পদ বাতিলের দাবি জানিয়েছেন তিনি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে বিরোধী দলের প্রতিনিধি নিয়োগ করাই নিয়ম। কিন্তু নিয়মের খানিক ব্যতিক্রম হয়েছে এবার। রাজ্যের পিএসি চেয়ারম্যান হয়েছেন তৃণমূল কংগ্রেসের সদস্য মুকুল রায়। খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও বাংলায় ভোট পর্ব মেটার পর দলবদল করেছেন মুকুল বাবু। তিনি পুরনো দল তৃণমূলেই আবার ফিরে এসেছেন। ফলে তাঁর পিএসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিরোধী দলগুলি এর বিরুদ্ধে সরব প্রথম থেকেই। জানা গেছে, মামলাকারী অম্বিকা রায় আদালতের কাছে প্রশ্ন তুলেছেন, বিজেপির মনোনীত প্রার্থী না হওয়া সত্ত্বেও কীভাবে পিএসি চেয়ারম্যান করা হল মুকুল রায়কে? শাসকদলের সঙ্গে যুক্ত ব্যক্তি কীভাবে এক্সিকিউটিভের আর্থিক অনিয়ম দেখভাল করবেন? মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদে নিয়োগকে গণতন্ত্রের চূড়ান্ত অবক্ষয় হিসেবে উল্লেখ করেছে বিজেপি। সেই সঙ্গে এই নিয়োগের প্রতিবাদে বিধানসভার সমস্ত কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফাও দিয়েছেন বিজেপি বিধায়করা। বিধানসভার স্পিকার অবশ্য জানিয়েছেন, বিজেপির বিধায়ক হওয়ায় মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান হিসেবে নিয়োগে কোনও ভুল নেই। কিন্তু গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে গেরুয়া শিবির থেকে। বিজেপি বিধায়কদের ছেড়ে যাওয়া বিধানসভার কমিটির পদ গুলিতে তৃণমূল বিধায়কদের নিয়োগ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই বিতর্ককেই এবার আদালতের চৌকাঠে নিয়ে গেল বিজেপি। এখন দেখার এই জল আর কতদূর গড়ায়।