শেষ আপডেট: 7th October 2020 06:20
রাজ্যে এক দিনে আক্রান্ত প্রায় সাড়ে তিন হাজার, শীর্ষে কলকাতা
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই সংক্রমণ বাড়ছিল। বুধবারের বুলেটিনে দেখা গেল রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার জন। এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এক দিনে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৪৫৫ জন। ২৪ ঘণ্টায় বাংলায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দু'লক্ষ ৮০ হাজার ৫০৪ জন। সেরে উঠেছেন দু'লক্ষ ৪৬ হাজার ৭৬৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৩৭৬ জন। এই মুহূর্তে বাংলায় কোভিড-১৯ সক্রিয় রয়েছে ২৮ হাজার ৩৬১ জনের শরীরে। গত ২৪ ঘণ্টার সংক্রমণে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা। শহরে আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। এর পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৭২৮ জন। তা ছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় ২০০-র বেশি করে মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। দুই মেদিনীপুর, নদিয়া, হুগলিতে সংক্রামিত হয়েছেন ১০০-র বেশি করে মানুষ। তবে গত সপ্তাহ দেড়েক আগে দুই বর্ধমানে যে ভাবে সংক্রমণ বাড়ছিল তা কিছুটা কমেছে। তাৎপর্যপূর্ণ হল, কালিম্পং, দার্জিলিংয়ের মতো পাহাড়ি জেলায় সংক্রমণের মাত্রা কিছুতেই কমছে না। রোজই দুই জেলায় কমবেশি ১০০ মানুষ আক্রান্ত হচ্ছেন। যা প্রশাসনের কাছে উদ্বেগের।