শিলিগুড়ি হাসপাতাল
শেষ আপডেট: 17th October 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: হাসপাতাল থেকে উধাও হয়ে গেল সদ্যোজাতের দেহ। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ি হাসপাতালে। শিশুর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সকালে তাঁরা সন্তানের দেহ নিতে এসেছিলেন। কিন্তু সেখানে তাঁদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদ্যোজাতের দেহ তারা খুঁজে পাচ্ছে না। এতেই ক্ষোভ ফেটে পড়ে পরিবার। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। বিকেল হয়ে গেলেও তাদের হাতে সন্তানের দেহ তুলে দেয়নি কর্তৃপক্ষ।
বুধবার সকালে শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালাপট্টির এলাকার এক প্রসূতি প্রসবের জন্য শিলিগুড়ি হাসপাতালে ভর্তি হন। সেদিন রাতে মৃত পুত্রের সন্তানের জন্ম দেন ওই মহিলা। কর্তব্যরত ডাক্তার তাঁকে জানায় সন্তানের গর্ভেই মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানায়, চার ঘণ্টা পরে হাসপাতালে এসে সন্তানের দেহ নিয়ে যেতে। সেইমতো পরিবারের লোকজন সকালেই সন্তানে দেহ নিয়ে যেতে আসেন। অভিযোগ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও তাঁদের হাতে সন্তানের দেহ তুলে দেওয়া হয়নি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদ্যোজাতের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় শিলিগুড়ি জেলা হাসপাতালে। ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। হাসপাতালে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন।
ক্ষোভ উগরে শিশু পরিবারের সদস্যরা জানান, “বাচ্চার দেহ গেল কোথায়? কে নিয়ে গেল? কিছু জানাচ্ছে না কর্তৃপক্ষ। এর দায়ে কে নেবে?” দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা। এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালে সুপার অমিত দত্ত জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সেই সময় যারা যারা কর্তব্যরত ছিলেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তাঁর আরও দাবি, ঘটনার সময়ে সিসিটিভি বন্ধ ছিল। কে সিসিটিভি বন্ধ করল, সেবিষয়েও খোঁজ খবর নিচ্ছেন তিনি। পুলিশকেও এবিষয়ে জানানো হয়েছে।