শেষ আপডেট: 13th August 2023 13:33
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শ্মশানঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতিতে ভাসছে সদ্যোজাতের মৃতদেহ (Newborn Dead Body)! এই ঘটনা দেখে আঁতকে উঠলেন শ্মশানযাত্রীরা। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় বনগাঁয় (Bongaon)।
বনগাঁ ঢাকা পাড়ার বাসিন্দা রাজু মৃধা জানান, ‘দাদু মারা যাওয়ায় শ্মশানে দেহ দাহ করতে এসেছিলাম। সেই সময় দেখি নদীতে কিছু ভাসছে। প্রথমে পুতুল ভেবে ভুল করেছিলাম। তারপর সামনে গিয়ে দেখি একটি শিশুর দেহ, উবু হয়ে ভাসছে। আমরা তোলার সাহস পাইনি। তাই পুলিশে খবর দিই। পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে।‘ রাজুবাবু দাবি, কেউ বা কারা এই সদ্যোজাতের মৃতদেহ এখানে ভাসিয়ে দিয়ে চলে গেছে। বিষয়টির সঠিক তদন্ত করুক পুলিশ।
ইন্দ্রজিৎ বারুরি জানিয়েছেন, পুলিশ শিশুটিকে উদ্ধার করার পর দেখে মনে হয়েছে শিশুটির বয়স এক কিংবা দুদিন হবে। আপাতত পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: পরিত্যক্ত বাড়ির বারান্দায় পড়ে কাঁদছে সদ্যোজাত! খবর পেয়েও দেরি করে গেল পুলিশ