শেষ আপডেট: 4th January 2025 19:36
এটা ঘুরে বেড়ানোর আদর্শ মরসুম। আর ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে, বাঙালির তালিকায় চিড়িয়াখানা থাকবে না তা হয় না সাধারণত। রাজ্যের দুটি প্রধান চিড়িয়াখানা— উত্তরবঙ্গের দার্জিলিং এবং দক্ষিণবঙ্গের কলকাতার আলিপুর চিড়িয়াখানা অনেকেরই ঘোরা। এছাড়াও যদি কোনও চিড়িয়াখানার সন্ধানে থাকেন তাহলে নতুন গন্তব্য অপেক্ষা করছে কোচবিহারে। শান্ত এই জায়গা রাজ্যের দ্বিতীয় মিনি জু। এখানে এলেই চিতা বাঘ, চিতল হরিণ, কুমির, ঘড়িয়াল, মেছো বিড়ালের ও পাশাপাশি ৫ প্রজাতির টিয়া, অজগরের দেখা মিলবে। শুধু তাই নয়, পরিযায়ী পাখিরাও প্রতিবছর ভিড় করে।
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশেষ করে রসিক বিল, এক অন্য অভিজ্ঞতা দেবে আপনাকে।
শীত পড়েছে। পৌষের মিঠে রোদ মেখে এখন রসিক বিলে ভিড় করতে শুরু করেছেন অনেকেই। চিতা কুমির, হরিণ দেখে কচিকাঁচারও বেশ খুশি। বনদফতর জানিয়েছে, পর্যটক টানতে রসিক বিলকে ঢেলে সাজিয়েছে তারা। জুয়ের ভেতরে ঝুলন্ত সেতু, সেলফি জোনও রয়েছে। এমনকী এই মিনি জুর একপাশেই রয়েছে হোমস্টেও। আগাম বুকিং করলে সেখানে রাতও কাটাতে পারবেন পর্যটকরা।
কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় বলেন, 'আশা করছি পরিযায়ী পাখিদের সংখ্যা বাড়বে এবার। শুধু সংখ্যা নয়, বৈচিত্রও থাকবে প্রজাতির ক্ষেত্রে।'
ছুটি নিয়ে নিরিরিলি এই জায়গায় ঘুরে আসলে মন ভালো হয়ে যাবে আপনারাও।