শেষ আপডেট: 22nd March 2023 07:57
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যেই পুরসভায় নিয়োগ দুর্নীতির বিষয় সামনে এসেছে। অয়ন শীলের অফিসে ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হয়েছে পুরসভায় নিয়োগ সংক্রান্ত ৪০০-র বেশি ওএমআর শিট। অভিযোগ, রাজ্যের ৬০ পুরসভায় পাঁচ হাজার বেআইনি নিয়োগ হয়েছে। এ ব্যাপারে বুধবার রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এদিন জানিয়েছেন, পুরসভাগুলিতে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে এবার নতুন নিয়ম চালু হবে।
কী নিয়ম?
ববির কথায়, গ্রুপ ডি কর্মী নিয়োগের পুরোটাই হবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের তত্ত্বাবধানে। একটি কমিটি গড়ে জেলাশাসক এই নিয়োগ প্রক্রিয়া মনিটর করবেন। অন্যান্য নিয়োগ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে।
এই যে ভুয়ো নিয়োগ হয়েছে, এ নিয়ে কি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর পৃথকভাবে তদন্ত করবে?
জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের কোনও কিছু জানা নেই। একটা তদন্ত হচ্ছে। তারমধ্যে আমরা আগ বাড়িয়ে কিছু করছি না।’ সেইসঙ্গে তিনি এও বলেন, পুর নিয়োগে যা যা দুর্নীতির কথা বলা হচ্ছে সে ব্যাপারে তাঁর বিন্দুমাত্র ধারণা নেই।
অভিযোগ, এই অয়ন শীল উচ্চপদস্থ সরকারি কর্তা ও প্রভাবশালীদের সঙ্গে সমন্বয় করেই পুরসভায় নিয়োগে বিপুল দুর্নীতি করেছিলেন। রেট বেঁধে চাকরিতে নিয়োগ হয়েছিল। পুরসভার গাড়ির চালক, টাইপিস্ট, ক্লার্ক, গ্রুপ ডি, সাফাইকর্মী—একএকটা পদের জন্য একএকরকম দরে বিক্রি হয়েছে চাকরি। ইডি আদালতে জানিয়েছে, তাদের প্রাথমিক অনুমান এই চাকরি বিক্রি করে ৫০ কোটি টাকার বেশি তোলা হয়েছে। ফিরহাদ যদিও জানিয়েছেন, তাঁর কিছু জানা নেই।