শেষ আপডেট: 23rd July 2024 15:19
দ্য ওয়াল ব্যুরো: সামনে পুজো। অনেকেই হয়ত ভাবছেন, এনবিএসটিসি পুজো প্যাকেজে বুকিং করার কথা ভাবছেন। কিন্তু তাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। এবছর কর্মী ঘাটতির জন্য প্যাকেজ ট্যুর বন্ধ করতে চলেছে রাজ্যের এই সরকারি পরিবহন সংস্থা।
উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে বাড়াতে বেশ কয়েক বছর ধরে পুজোর সময়ে প্যাকেজ ট্যুর চালাচ্ছিল এনবিএসটিসি। তাঁদের টার্গেট মূলত কলকাতা ও দক্ষিণবঙ্গে পর্যটকরা ছিল। মাত্র কয়েক বছরেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে এনবিএসটিসির এই পরিকল্পনা। লাভের মুখ দেখেছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। পুজোর অনেকে আগে থেকেই শুরু হয়ে যেত বুকিং। বাসে করে পর্যটন কেন্দ্র গুলিতে ঘোরানোর পাশাপাশি উত্তরবঙ্গে ঐতিহ্যবাহী দুর্গাপুজো প্যান্ডেলগুলিতেও ঘোরার সুযোগ মিলত। প্যাকেজে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হত। জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার থেকে পাহার ডুয়ার্স ঘোরা যেত এই প্যাকেজে।
তবে কয়েকবছরে কর্মী সংখ্যা কমতে থাকে। নতুন করে কর্মী নিয়োগ না হওয়ায় ট্যুরের ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়েছিল। গত বছর চরম কর্মী ঘাটতির মধ্যেও পর্যটকদের ইচ্ছের দিকে তাকিয়ে বেসরকারি এজেন্সিকে দিয়ে পুজোর প্যাকেজ ট্যুর চালু রেখে ছিল এনবিএসটিসি। এবার আর এজেন্সিকে নিয়ে পুজোর প্যাকেজ ট্যুর করতে চাইছে তারা।
কর্মী ঘাটতির কথা স্বীকার করে এসবিএসটিসির চেয়ারম্যান দীপঙ্কর পিপলাইয়ের কথায়, মারাত্মক কর্মী সংকট চলছে। যাঁরা ট্যুর প্যাকেজের ব্যবস্থা নিতেন তাঁরা অবসর নিয়েছে। তাই ট্যুর প্যাকেট চালানো মুশকিল হয়ে পড়ছে। পর্যটকদের নিরাশ হবেন জেনেও আমরা ট্যুর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।