শেষ আপডেট: 1st June 2023 03:26
‘নাম বললে কুণালের চাকরি থাকবে না’, চ্যালেঞ্জ নওসাদের, ‘আমি নামলে আসতেই হবে’, পাল্টা ঘোষও
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সংবাদমাধ্যমে বিস্ফোরক অভিযোগ করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। তিনি বলেন, বিধায়ক হিসাবে শপথ নেওয়ার দিন থেকে তাঁকে টাকা ও পদের প্রলোভন দেওয়া শুরু হয়েছিল। সেই টাকার অঙ্ক বিরাট। তার লেজে অনেকগুলো শূন্য।
এ হেন বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, নওসাদ নামটা বলে দিক। সন্ধেবেলা টেলিভিশনের একটি টক শোয়ে কুণালের উদ্দেশে যেন নাপাম বোমা ছুড়ে দিলেন নওসাদ। ফুরফুরার ছোট পীরজাদা বলেন, “আমি যদি নামটা বলে দিই কে আমায় টোপ দিয়েছিলেন তাহলে কুণাল ঘোষের চাকরিটা থাকবে না”।
নওসাদের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা কুণাল বলেন, “আমি কখনও ওঁকে দলে আনার ব্যাপারে কোনও কথা বলিনি। ওঁকে তৃণমূলে আনার চেষ্টা হয়েছে বলে জানা নেই। আমি সব জায়গায় একটাই কথা বলি, নওসাদের কথাবার্তা আমার ভাল লাগে”। এখানেই থামেননি তৃণমূলের এই নেতা। তিনি আরও বলেন, “কুণাল ঘোষের চাকরির চিন্তা ওঁকে করতে হবে না। ও নামটা আর টাকার অঙ্কটা বলে দিক”।
ভাঙড়ের আইএসএফ বিধায়কের আরও দাবি, তৃণমূলের যে নেতা তাঁকে দলবদল করার জন্য টোপ দিয়েছিলেন তিনি প্রভাবশালী। শাসকদলের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নওসাদ আরও বলেছেন, “পারলে কোর্টে যাক। আমার কোনও আপত্তি নেই”।
ওই টক শোয়ে নওসাদকে এও প্রশ্ন করা হয়, কোর্টে গেলে তো প্রমাণ লাগবে। আপনার কাছে প্রমাণ আছে? জবাবে ভাঙড়ের আইএসএফ বিধায়ক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাঁর কথায়, “অনেকে ভাবেন হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায় না। কিন্তু লাউড স্পিকার করে সেটাও রেকর্ড করা যায়। সেসব রেকর্ডিং আমার কাছে আছে।’
কুণাল ঘোষ এদিন নওসাদের বক্তব্য শুনে বিনয়ের সঙ্গেই বলেছেন, “ওঁর সম্পর্কে আমার ধারণা ভাল। আমি কখনও কোনওদিন নওসাদ সম্পর্কে কটূ কথা বলিনি”। সেইসঙ্গে তাঁর আরও বক্তব্য, দলবদলের কথা বলার মধ্যে কোনও অন্যায় নেই। কিন্তু তাতে যদি টাকা পয়সা, শর্ত, পদ ইত্যাদির বিষয় থাকে সেটা অবশ্যই অন্যায়। আমি সেই কারণেই বলেছি, নওসাদ নামটা বলে দিন।
এখানে না থেমে কুণাল কার্যত আগ্রাসী ঢঙেই নওসাদকে বার্তা দিতে চেয়ে বলেছেন, ‘আমি কোনওদিন কোনও অপারেশনে ফেল করিনি। হয় আমি নওসাদকে দলে আনার অপারেশনে নামিনি। আর যদি নেমে থাকি তাহলে কাল না হয় পরশু ওঁকে আসতেই হবে।’
তবে কৌতূহলের বিষয় হল, নওসাদকে শাসকদলের কোন নেতা টাকার টোপ দিয়েছিলেন? সত্যিই কি দিয়েছিলেন? দিলে কে? সেই নাম কবে সামনে আনবেন তিনি? তৃণমূলও কি কোর্টে যাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করবে?