শেষ আপডেট: 31st August 2023 09:19
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ের একটি খুনের মামলায়, সোমবার আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে (Nausad Siddiqui) ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। তার পরে আবার, আজ, বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছে ভবানী ভবনে। এদিন দুপুরে তিনি হাজিরাও দেন সেখানে।
পঞ্চায়েত ভোটের সময় দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে একটি খুনের ঘটনায় নাম জড়িয়েছে নওসাদের। ওই মামলাতেই সোমবার সিআইডির তলব পেয়ে বিধানসভা থেকে ভবানীভবনে যান আইএসএফ বিধায়ক। প্রায় ঘণ্টা খানেক ভবানীভবনে ছিলেন নওসাদ। বাইরে বেরিয়ে নওসাদ সিদ্দিকী (Nausad Siddiqui) বলেন, “পঞ্চায়েতের একাধিক হিংসার ঘটনায় আমরাও মামলা দায়ের করেছিলাম। সেগুলির ক্ষেত্রে অবশ্য পুলিশি সদিচ্ছা দেখতে পাচ্ছি না।“ একই সঙ্গে তিনি বলেন, “মিথ্যে মামলায় এভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। তবে এসবকে আমি ভয় পাই না।“
‘পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানার হাটগাছার পানাপুকুরে অশান্তির ঘটনা ঘটেছিল। দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয়েছিল রাজু নস্কর নামে এক বৃদ্ধর। নিহতের জামাই হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর গত ১৬ জুন এবিষয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। নওসাদ (Nausad Siddiqui) সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছিলেন ঋত্বিক।
পুলিশকে লিখিত অভিযোগে তিনি জানান, মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে নওসাদের দলবদলের হাতে তিনি ও তাঁর শ্বশুর আক্রান্ত হন। বাধা দিতে গেলে তাঁর শ্বশুরকে টাঙির কোপে ক্ষতবিক্ষত করে দেয় দুষ্কৃতীরা। ঋত্বিকের অভিযোগ, “নওসাদের চক্রান্তেই তাঁদের ওপর সেদিন হামলা চালানো হয়েছিল।“ এরপরই ওই খুনের মামলার তদন্ত নেমে এদিন নওসাদকে ভবানী ভবনে তলব করে সিআইডি।