শেষ আপডেট: 21st November 2021 11:40
দ্য ওয়াল ব্যুরো: শব্দদূষণ রুখে পরিযায়ী পাখিদের ফেরাতে উদ্যোগ নিলেন পরিবেশপ্রেমীরা (nature lovers)। শিলিগুড়ির কাছেই ফুলবাড়ি তিস্তা ব্যারেজের পাশে ছোট্ট একটি জায়গা পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। শীতের সময় সেখানে আসে প্রচুর পরিযায়ী পাখি। কিন্তু কয়েক বছর ধরে পিকনিক, মাইকের আওয়াজ এবং অন্যান্য দৌরাত্ম্যে নষ্ট হতে বসেছিল এই সুন্দর জায়গা। বন্ধ হয়েছিল পরিযায়ী পাখির আনাগোনাও। জায়গাটিকে বাঁচাতে এবং পাখিদের ফেরাতে জোট বাঁধলেন পরিবেশপ্রেমীরা। চুঁচুড়ার কুম্ভকর্ণ! পুলিশ এসে, তালা ভেঙে ঘুম ভাঙাল শিলিগুড়ির পরিবেশপ্রেমী সংস্থা অপ্টোপিক-এর উদ্যোগে শনিবার স্থানীয় মানুষ, প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার, ডিসিপি অচিন্ত্য গুপ্ত সহ স্থানীয়দের উপস্থিতিতে আলোচনা সারেন অপ্টোপিক সংস্থার কর্নধার দীপজ্যেতি চক্রবর্তী। জায়গাটিকে পাখিদের উওযুক্ত করে তুলতে উদ্যোগ নেওয়া হয়। শব্দদূষণ ও অন্যান্য সমস্যামুক্ত করে বন্যপ্রাণ উপযুক্ত করে তোলার বিষয়ে আলোচনা হয়। মানুষজকে সচেতন করারও কথা হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'