শেষ আপডেট: 14th October 2022 11:58
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জাঙ্গিপাড়ায় (Jangipara) নাবালিকার মৃত্যুতে (death of minor) পুলিশের তদন্তে ফাঁক রয়েছে বলে জানালেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (national child protection commission) চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। তীব্র ভৎর্সনা করলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি নিমাই চৌধুরিকে।
শুক্রবার জাঙ্গিপাড়া কৃষ্ণপুর গ্রামে ওই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। সকাল সাড়ে দশটা নাগাদ নাবালিকার বাড়িতে আসেন তিনি। প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার আলোচনার পর বেরিয়ে এসে প্রিয়াঙ্ক কানুনগো সংবাদমাধ্যমকে জানান, নাবালিকার বাবা-মা-কাকা-কাকিমার সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশের তদন্তে কিছু ফাঁক ধরা পড়েছে।
দুপুর দুটো নাগাদ শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরে এই মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক, মৃতদেহের যিনি ময়নাতদন্ত করেছেন, সেই চিকিৎসক এবং অন্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সেখানেই তীব্র ভৎর্সনা করলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি নিমাই চৌধুরিকে। যদিও ডিএসপি ডিএসপি দাবি করেন তাঁদের যুক্তিতে সন্তুষ্ট হয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান।
গত ৫ সেপ্টেম্বর দশমীর রাতে নিখোঁজ হয়ে যায় বছর তেরোর নাবালিকা। আট তারিখ তার মৃতদেহ উদ্ধার হয় শ্রীহট্ট গ্রামের একটি পুকুর থেকে। ধর্ষণ (rape) করে ওই নাবালিকাকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। মৃতদেহ উদ্ধারে গিয়ে বাধা পায় পুলিশ। ঘটনার তদন্তে নেমে তিনজন নাবালক সহ চারজনকে গ্রেফতার করে জাঙ্গিপাড়া থানার পুলিশ। তদন্তকারীদের দাবি নাবালিকার দূরসম্পর্কের আত্মীয়র সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই দশমীর রাতে ডেকে নিয়ে যায় ওই নাবালিকাকে। অভিযুক্ত প্রথমে নিজে শারীরিক সম্পর্কের জন্য জোর করে। নাবালিকা রাজি না হওয়ায় তিন বন্ধুকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তিতে ধাক্কা খেয়ে নাবালিকা জলে পড়ে যায়। অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়। যদিও পরিবার জানিয়ে দেয় তারা রাজনীতি চান না, দোষীদের শাস্তি চান। নাবালিকার বাবা জানান, নিম্ন আদালতে দোষীদের শাস্তি না হলে হাইকোর্টের দ্বারস্থ হবেন।
মহিলারা এবার পুরুষ সঙ্গী ছাড়াই হজে যেতে পারবেন, জানাল সৌদি সরকার