শেষ আপডেট: 3rd July 2022 06:22
দ্য ওয়াল ব্যুরো: উত্তর কিংবা দক্ষিণ ২৪ পরগনা জুড়ে গতকাল থেকে একের পর এক গুলি চালানোর ঘটনা ঘটছে। শনিবার সকালে ভাটপাড়া, রাতে জগদ্দলের পর এবার মধ্যরাতে দক্ষিণের নরেন্দ্রপুরে চলল গুলি (Narendrapur shootout)। সূত্রের খবর, থানার কাছেই লস্করপুরে গুলিবিদ্ধ সেই ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের। মৃতের নাম ভোলা দাস। পরিবার সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ গুলিবিদ্ধ (Narendrapur shootout) অবস্থায় ভোলাকে পড়ে থাকতে দেখেন তাঁর ভাইপো। তাঁর পায়ে গুলির ক্ষত ছিল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার হলে ওই ব্যক্তিকে সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: বৃদ্ধ বাবাকে বেদম মার, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ছেলে, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়
পরিবার সূত্রে খবর, বিগত একবছর ধরে বাড়িতেই থাকত মৃত ভোলা দাস। কোনো কাজবাজ করত না। খবর পেয়ে সেই ব্যক্তির বাড়িতে যায় পুলিশ। তাঁর ঘর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এটা খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, সে নিজের পায়ে গুলি চালিয়ে (Narendrapur shootout) আত্মহত্যা করেছে।