শেষ আপডেট: 21st September 2023 14:27
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নদী মাছ ধরতে গিয়ে জালে মাছের বদলে উঠে এসেছিল মদের বোতল। লোভ সামলাতে না পেরে সেই মদ খেয়েও ছিলেন পাঁচজন। তাতেই ঘটে গেল বিপত্তি। অসুস্থ হয়ে শেষমেশ ভর্তি হতে হল হাসপাতালে।
নন্দীগ্রামের (Nandigram) ১ নম্বর ব্লকে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার পাশ দিয়ে বয়ে গেছে হলদি নদী। সেখানে মাছ ধরতে গিয়েছিল এক যুবক। নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ বাদে সেটিকে তুললে উঠে আসে মদের বোতল। খুশিতে ডগমগ হয়ে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে জাল ফেলে পাওয়া মদের বোতল নিয়ে আসর জমিয়ে ফেলেন। সেই মদ খেয়েই কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। পরে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় ওই পাঁচজনকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় গ্রামে শোরগোল পড়ে গেছে।
তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপি এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছে। তাদের দাবি রাজ্য সরকার মদের ঢালাও লাইসেন্স দিয়ে এই ভাবেই যুব সমাজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বাংলার যুব সমাজের কাছে চাকরি নেই। মদে আসক্ত পড়ছে গোটা প্রজন্ম। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বেআইনিভাবে মদ বিক্রিতে প্রশয় পাচ্ছে। তাই সমস্যা বেড়েই চলেছে।
আরও পড়ুন: যুবকের পেটের মধ্যে ১৫ ইঞ্চির ছুরির ফলা! এক্স রে রিপোর্ট হাতে পেতেই হতবাক ডাক্তাররা