শেষ আপডেট: 2nd May 2023 12:59
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বন্ধ ঘর থেকে পাওয়া গেল বৃদ্ধার চোখ উপড়ানো দেহ (Nadia Mysterious Death)! এই ঘটনা ঘিরে মঙ্গলবার শোরগোল পড়েছে নদিয়ার হাসখালি থানার জয়রামপুরে। মৃতের নাম বাসনা সরকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর সত্তরের ওই বৃদ্ধা বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। ছেলে-বৌমা থাকলেও তিনি তাঁদের সঙ্গে থাকতেন না। এলাকার মাঠের ধারে একটি কুঁড়ে ঘরে থাকতেন তিনি। এদিন সকালে তাঁকে দেখতে গিয়েছিল তাঁর পুত্রবধূ। দরজা খুলতেই তিনি আঁতকে ওঠেন। সেখানে বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। দু’চোখের মণি উপরে নিয়ে গেছে কেউ। বীভৎস এই দৃশ্য দেখে চেঁচামেচি শুরু করেন ওই মহিলা। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বৃদ্ধা বয়সজনিত কারণে ভুগছিলেন। খাওয়া-দাওয়া করছিলেন না। সারাদিনে বাড়িতেই থাকতেন। এদিন ঘরের মধ্যেই মাটিতে পড়ে থাকতে দেখা যায় বৃদ্ধার রক্তাক্ত দেহ। অসুস্থতার কারণে যদি বৃদ্ধার মৃত্যু হয়ে থাকে তাহলে চোখ উপড়ালো কে, তা নিয়ে রহস্য ঘনিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার জট খুলতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অমর্ত্যর দুয়ারে অবস্থানের নির্দেশ মমতার, বিশ্বভারতীকে ম্যান মার্কিং নবান্নের